বাংলা হান্ট ডেস্কঃ সর্বদাই রাফ অ্যান্ড টাফ মেজাজে থাকেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবারেও ‘বোল্ড’ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন নিজের ‘ব্যক্তিগত’ জীবনে। ‘প্রেম’ করে ৬১ বছরের ‘দাবাং’ দিলীপ ঘোষ বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। মন দিয়েছেন দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী, ৫১ বছরের রিংকু মজুমদারকে। শুক্রেই এক হচ্ছে চার হাত। গোধূলি লগ্নে বিয়ে। তার আগে এদিন সকালে সহকর্মীকে শুভেচ্ছা জানাতে উপহার হাতে দিলীপ ঘোষের বাড়িতে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
উপহার হাতে দিলীপের বাড়িতে হাজির সুকান্তরা | Dilip Ghosh
সকালে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্য়ান্যরা ফুল নিয়ে দিলীপবাবুর নিউটাউনের বাড়িতে পৌঁছে যান। সেখানে বেশ কিছুক্ষণ থাকেন তাঁরা। নিউটাউনের এই বাড়িতেই বিয়ের আসর বসবে দিলীপবাবুর। ঘরোয়াভাবেই গুটিকয়েক কাছের মানুষকে নিয়ে বিয়ে সারবেন বিজেপি নেতা। বিকেল সাড়ে ৫টায় বিবাহের সময় বলে জানা গিয়েছে।
ভালোবাসায় বয়স তো সংখ্যা মাত্র। দিলীপবাবুর বিবাহের খবর জানাজানি হতেই শুভেচ্ছার ঢল নেমেছে। বিজেপি তো বটেই, শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। সূত্রের খবর, দিলীপের বিয়ে নিয়ে দলের অন্দরেই চৰ্চা শুরু হয়েছে। তাঁকে নাকি এই সিদ্ধান্ত নিতে ‘মানা’ও করা হয়েছিল। এরই মধ্যে সমস্ত জল্পনা এড়িয়ে রাজ্য বিজেপির নেতারা দল বেঁধে পাত্রের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সুকান্ত মজুমদার, লকেটকে গেলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপের বাড়িতে যাবেন কি না, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, দিলীপ জননী-সহ দুই পরিবারের পরিজনেরা উপস্থিত থাকবেন দিলীপের বিয়েতে। দু’-একজন বন্ধুবান্ধবও থাকবেন। তবে দলের থেকে কেউ সেখানে থাকবেন কি না তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: হয়ে যান সাবধান! ৫০ কিমি ঝড় আসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায়, কালবৈশাখীর সতর্কতা জারি
দিলীপের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, গত লোকসভা নিবার্চনের হারে বড় ধাক্কা পেয়েছিলেন দিলীপ। সেই বিষণ্ণ সময়েই তাঁকে বিবাহের প্রস্তাব দেন বন্ধু রিঙ্কু। রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। পেশায় মূলত গৃহবধূ। বছর পঁচিশের এক পুত্রের জননী। দিলীপ প্রথমে বিয়ের প্রস্তাবে রাজি হননি। পরে অবশ্য তিঁনি মত বদলান। মূলত মায়ের কথা ভেবে মায়ের পীড়াপীড়িতে তিঁনি গ্রীন সিগন্যাল দেন।