বাংলা হান্ট ডেস্ক: জীবন আশঙ্কায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি জানা গেছে তাঁর ওপর প্রাণঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছে এক বিদেশি এজেন্সির মাধ্যমে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই রিপোর্ট পেশ করার পরে তৎক্ষণাৎ বদল করা হল দিলীপ ঘোষের বাসভবন।
জানা গেছে, দিলীপ ঘোষকে তাঁর সল্টলেকের বাসভবন থেকে নতুন বাসভবনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বুধবার রাত থেকেই। নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে তার নতুন এই বাসভবনে। কিছুদিন আগেই দিলীপ ঘোষকে Y+ ক্যাটাগরি থেকেই Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু এতকিছুর পরও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা এই রিপোর্টে, শোরগোল পড়ে গিয়েছে গেরুয়া শিবিরে।
সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এই প্রাণঘাতী হামলার রিপোর্ট পেয়ে এক মুহূর্ত দেরি না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তৎক্ষণাৎ বদল করেন নিজের বাসভবন। রাতারাতি তাঁঁর বদলি হওয়া বাসভবনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। এবিষয়ে চিন্তিত দিলীপ ঘোষ বলেন, “এতদিন যে বাড়িতে থাকতাম, সেখানে আমারা নিরাপত্তার জন্য ১৮ জন রক্ষী ছিলেন। তাঁরা আমার বাড়ির একতলায় থাকতেন, আমি দোতলায়। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রক আমার নিরাপত্তার জন্য ৩০জন রক্ষী মোতায়েন করেছেন। এই বাড়িতে ওত লোকের থাকা সম্ভব নয়। তাই বাড়ি বদল করা হল।”