বাংলা হান্ট ডেস্কঃ কসবার কলেজে গণধর্ষণের (Kasba Rape Incident) অভিযোগ ঘিরে তোলপাড় বাংলা। মূল অভিযুক্তের তৃণমূল (Trinamool Congress) যোগ সামনে আসার পর তাতে আলাদা মাত্রা যোগ হয়েছে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আসা প্রসঙ্গে বললেন, ‘এটা তো একটা পদ্ধতি। কেন্দ্রীয় কমিটির দেখার অধিকার রয়েছে’। তাঁর কথায়, কসবা কাণ্ডে প্রকৃত দোষীকে প্রথমে আড়াল করার চেষ্টা করা হয়েছিল। তবে মানুষের ‘ফ্যাক্ট’ জানার অধিকার আছে বলে মন্তব্য করেন পদ্ম নেতা।
কসবা কাণ্ডে আর কী বললেন দিলীপ (Dilip Ghosh)?
গত সপ্তাহে দক্ষিণ কলকাতার নামি ল’কলেজের মধ্যে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এখনও অবধি এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিট গঠন করে তদন্ত চলছে। এই ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘ওকে (নির্যাতিতা) কলেজে ডাকা হল। তারপর রাত অবধি ও কলেজেই থাকল। বিনা কারণে নিশ্চয়ই একজন মহিলা ওই অবস্থায় বেশিক্ষণ নিজে থেকে থাকতে চাইবেন না। চিন্তার বিষয়’।
এরপর মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Monojit Mishra) ওরফে ম্যাঙ্গো-কে নিয়েও মুখ খোলেন প্রাক্তন বিজেপি সাংসদ। বলেন, ‘ও একজন পাশ করা আইনজীবী। রাজ্যে চাকরির হাল কি এতটাই খারাপ যে একজন পাশ করা আইনজীবীকে কলেজে সামান্য সব কাজ করতে হচ্ছে? পিয়নের কাজ করছে? ভাইস প্রিন্সিপ্যালকে দেখেই বোঝা যাচ্ছে উনি অসহায়। কিছুই বলতে পারছেন না। কারোর কিছু করার সাহস ছিল না’।
আরও পড়ুনঃ কালীগঞ্জ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের বোমা বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, ফের গেল প্রাণ
আরজি কর কাণ্ডের এক বছরের মধ্যেই কসবার কলেজে গণধর্ষণ! ছাব্বিশের ভোটে কি এর প্রভাব পড়বে? জবাবে দিলীপ বলেন, বিগত ১৫ বছরে এই সরকার এই রকম কাজ অনেকবার করেছে। এই সব থেকে সাধারণ মানুষ মনস্থির করেছে, এই সরকারকে আর রাখা ঠিক হবে না। এই ধরণের ইস্যুকে সামনে নিয়ে আসার চেষ্টা করবে বিজেপি।
এর পাশাপাশি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের পুলিশে আস্থা প্রসঙ্গে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, পুলিশের কাজে যদি বিশ্বাস উঠে যায়, তাহলে মানুষ সিবিআই চায়। তৃণমূল কংগ্রেসের কোনও পরিবারের সদস্য যদি মারা যায়, তারাও অনেক সময় সিবিআই চায়।
এদিকে কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতার বয়ানের সঙ্গে একের পর এক তথ্যপ্রমাণ মিলে যাচ্ছে বলে খবর। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ (Dilip Ghosh)। পাশ করে বেরিয়ে যাওয়ার পরেও মূল অভিযুক্ত মনোজিতের কলেজে চাকরি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।