‘অভিষেক রাহুলের থেকে অনেক ভাল নেতা আর…’! দিলীপের কথায় তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ একসময় বঙ্গ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাকযুদ্ধ উঠে আসত চর্চায়। এবার সেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখই  শোনা গেল উল্টো সুর। তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দারাজ সার্টিফিকেট দিলেন এই  পোড়খাওয়া বিজেপি নেতা।

দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে অভিষেকের প্রশংসা

তাও আবার তুলনা টানলেন স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথে। আর তাতেই বেজায় অস্বস্তিতে বঙ্গ বিজেপির। যদিও তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করারও চেষ্টা করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব।  দলের একাংশ দাবী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক।

পাশাপাশি তৃণমূল সেনাপতির হাতেই পুলিশ মন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়ারও দাবী জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির অভিজ্ঞ নেতা দিলীপ ঘোষের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে বিজেপি নেতাদের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠলেও সেইসাথে তৈরি হয়েছে নতুন জল্পনা।  প্রসঙ্গত ইতিপূর্বে একাধিক বার দিলীপ ঘোষ দাবি করেছেন বঙ্গ বিজেপির নেতারাই ক্রমাগত উস্কানি দিয়ে তাঁকে সাইড করে দিয়েছেন।

আর এদিন রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল ঘোষণায় তৃণমূল কংগ্রেস যখন ছয়শূন্য করার দিকে এগিয়ে চলেছে। ঠিক তখনই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে অভিষেককে দরাজ সার্টিফিকেট দিলেন এই বিজেপি নেতা। এদিন দিলীপ ঘোষ বললেন, ‘আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০–৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গিয়েছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কিনা, পার্টি স্বীকার করে নেওয়া এক কথা। সময়ের স্বীকার করা অন্য কথা।’‌

দিলীপ ঘোষের মুখে এই মন্তব্য শোনার পর কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন বঙ্গ বিজেপি অধিকাংশ নেতা। অন্যদিকে দিলীপ ঘোষ, রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলায় বেজায় চটেছে কংগ্রেস। এ প্রসঙ্গে দিলীপ ঘোষকেই পাল্টা কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ‘ঠিকই বলেছেন। দিলীপবাবুর মেধা, তাঁর বুদ্ধিমত্তা। গরুর দুধে যিনি সোনা খুঁজে পান। তিনি কার মাথা থেকে কীরকম ব্রেনের ঘিলু খুঁজে পাবেন, তিনিই বিচার করবেন।

আরও পড়ুন: তৃণমূল নাকি বিজেপি এগিয়ে কারা? উপনির্বাচনের ভোট গণনা শুরু হতেই তোলপাড়

অভিষেকের প্রশংসার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমে দিলীপ ঘোষ এদিন আরও বলেছেন, ‘‌অভিষেক কাজ করছেন। জনগণের সঙ্গে সম্পর্ক নেই। পারিবারিক পার্টির নেতা। পোলট্রি ফার্মে তৈরি করা নেতা। রাস্তায় লড়াই করে তো নেতা হননি। যখন পার্টি দায়িত্ব দেবেন, সামনে আসবেন, পরীক্ষা হবে। তখন মূল্যায়ন হবে। এখন তো গাছের ছায়ায় আছেন।’‌

Dilip Ghosh

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বলেছেন, ‘‌দিলীপ ঘোষের বিরুদ্ধে দলেই যে একটা চক্রান্তমূলক বিষয় ঘটেছে। তাই হতাশা বা বিরক্তি থাকার যথেষ্ট কারণ আছে। আমি অনুরোধ করব, আপনি অন্য দল করুন। কিন্তু হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে।’‌ সবমিলিয়ে বঙ্গ রাজনীতিতে এখন যে ঘটনার ঘনঘটা একথা বলাই বাহুল্য। পাশাপাশি দিলীপ ঘোষের কন্ঠে অভিষেকের প্রশংসা নিঃসন্দেহে উস্কে দিচ্ছে আরও এক নতুন জল্পনা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর