বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ আজকের নয়। বহুবার এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। পাল্টা বিজেপির (BJP) বিরুদ্ধে হিন্দুদের নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে। এবার এসব নিয়েই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ‘মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল’, দাবি করলেন তিনি।
ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)!
বিগত কয়েকদিনে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন এই দাপুটে পদ্ম নেতা। ফের পুরনো ‘ফর্মে’ দেখা যাচ্ছে তাঁকে। শুক্রবার যেমন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, কেউ মুসলিমদের নিয়ে রাজনীতি করলে, হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার বিজেপিরও রয়েছে।
গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ উঠছে। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘একশোবার বিভাজন করব। কেউ যদি মুসলিম নিয়ে রাজনীতি করে, হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার বিজেপির রয়েছে। কারণ এখানে এখনও ৭০ শতাংশের বেশি হিন্দু আছে’।
আরও পড়ুনঃ ‘রামনবমীতে কিছুই হবে না’! বিরাট ঘোষণা ফিরহাদের! তোলপাড় বাংলা
এখানেই না থেমে বিজেপি নেতার প্রশ্ন, কেউ নো ভোট টু বিজেপি বলতে পারলে, আমাদের নেতারা তার উল্টোটা বলতে পারে না? তাঁর কথায়, ‘আজ হিন্দুদের তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। কাল মুসলিমদের ও তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল। কংগ্রেস, সিপিএমও করেছে। গরিব, অশিক্ষিত বানিয়েছে। মুসলিমদের ভাবা দরকার। আমাদের মুসলিমদের ভোট দরকার নেই। তবে মুসলিমদের নিজেদের জন্য ভাবার সময় এসেছে’।
কিন্তু প্রশ্ন হল, পশ্চিমবঙ্গে এখনও প্রায় ৩০% মুসলিম রয়েছে। সেখান থেকে তাদের ভোট ছাড়া কি ক্ষমতায় আসা আদৌ সম্ভব? এই বিষয়ে বিজেপি নেতা বলেন, ‘মুসলিমদের ভোট ছাড়াই তিনবার আমরা ক্ষমতায় এলাম। পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম অসমে রয়েছে। সেখানে দু’বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসব, সবাইকে দাঁড়িয়ে দেখতে হবে’।
উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল, শুরু হয়েছে আক্রমণ, পাল্টা আক্রমণের ধারা। এমতাবস্থায় বিরাট মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুসলিমদের ভোট দরকার নেই বলার পাশাপাশি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কারও দিয়েছেন তিনি।