করোনা ও কোরান দুটোই ভাইরাস বলে গ্রেফতার বিজেপি নেতা

করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ানোর পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বাংলাদেশের সফর বাতিল করেছেন। আগামি ১৭ মার্চ নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফর ছিলো। সেখানে শেখ হাসিনার সাথে তার কিছু গুরুত্বপূর্ন বৈঠকও ছিলো। কিন্তু ভারতের বেশ কিছু জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিন্তা বেড়ে গেছে। কিন্তু ভারতে  করোনা আক্রান্তদের মধ্যে অনেকেই এসেছেন ইটালি থেকে ।

তারা ইটালির বাসিন্দা। এমনকি ইটালিতে ইতিমধ্যেই অনেক মানুষ করোনায় আক্রান্ত। ২৩৩ জন এখন করোনাতে মারা গেছেন। আর করোনাতে ১৪৯২ জন আক্রান্তদের মধ্যে সংখ্যা বেড়ে প্রায় ৭৩৭৫ হয়ে গেছে।আর এবার  করোনা ভাইরাস নিয়ে  বিতর্কিত পোস্ট করে গ্রেপ্তার আলিপুরদুয়ারের বিজেপি নেতা রতন তরফদার।রতন তরফদার আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক।1800x1200 coronavirus 1 2করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারনে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে করা সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “করোনা ও কোরানকে এক জায়গায় এনে ভয়ংকর পোস্ট করেন রতন তরফদার। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এইরকম একটি উত্তেজনাকর পোস্ট আলিপুরদুয়ারে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারত। নানা সমস্যা তৈরি হতো।

পরিস্থিতি শান্ত রাখতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।”  আবার অন্যদিকে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা অভিযোগ করে বলেন, “পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা পুলিশের কাছে কোনও অভিযোগ জানালে সেই অভিযোগ পুলিশ পাত্তাই দেয় না। আর আমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তৎপর হয়ে ওঠে। আর তিনি এও জানান তিনি এসব নিয়ে কিছুই জানেন না।


সম্পর্কিত খবর