বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল শনিবার রেড রোডে স্বাধীনতা দিবসে মমতা ব্যানার্জী (Mamata Banerjee) শেষবারের মতো ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন। এমনটাই দাবি করলেন বিজেপির সংখ্যালঘু সেলের সম্পাদক কাশেম আলী (Kashem Ali)। উনি বলেন, জনগণের করের টাকায় ঘটা করে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি, আর রাজ্যে স্বৈরাচারী শাসন জারি রেখেছেন। উনি মমতা সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, জনগণের করের টাকায় নিজের মন্ত্রীদের নিয়ে রেড রোডে প্রতিবার অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী।
উনি জানান, রাজ্যে গণতন্ত্র কায়েমের জন্য স্বাধীনতা দিবসের ঠিক একদিন পরেই রাজ্য জুড়ে প্রতিটি বুথে গণতন্ত্র দিবস পালন করবে ভারতীয় জনতা পার্টি। উনি এও জানান যে, ওই দিন তৃণমূলের হামলায় প্রাণ হারানো বিজেপির কর্মীদের পরিবারের সাথেও দেখা করা হবে। উনি জানান, আসন্ন বিধানসভা ভোটে এই স্বৈরাচারী সরকারকে বিদায় জানিয়ে রাজ্যবাসী প্রকৃত স্বাধীনতা দিবস পালন করবে।