পঞ্চায়েত দখল করতে বিজেপি নেতাকে শ্মশান থেকে অপহরণ! তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় গেরুয়া শিবির

বাংলাহান্ট ডেস্ক : গতকাল থেকেই পঞ্চায়েত দখল করতে বিজেপি নেতাকে অপহরণের ঘটনায় তোলপাড় জয়নগর। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার মায়াহাউরি এলাকা। ঘটনার প্রেক্ষিতে গতকালই থানার অভিযোগ দায়ের করেন অপহৃত পঞ্চায়েত সদস্য বামদেব মন্ডলের স্ত্রী কবিতা মন্ডল।

জানা যাচ্ছে, ওই অপহৃত বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম বামদেব মন্ডল। তিনি বকুলতলা থানার দাঁড়া গ্রামের বাসিন্দা। রবিবার তাঁর এক আত্মীয়ের মৃত্যু হওয়ায় জয়নগর থানার গোঁড়েরহাট শ্মশানে দাহ করতে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি টাটা সুমো করে ৪ জন এসে তাঁকে অপহরণ করেন বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূলের বলেই অভিযোগ বিজেপির। এই ঘটনার পর বিজেপি কর্মীরা প্রথমে বকুলতলা থানাতে অভিযোগ দায়ের করতে যান বামদেবের স্ত্রীকে নিয়ে। কিন্তু অভিযোগ বকুলতলা থানার ওসি অভিযোগটি কিছুতেই নিতে চাননি। এরপর অভিযোগ দায়ের করা হয় জয়নগর থানায়।

   

bjp 2

এই ঘটনার প্রতিবাদে এদিন বিজেপির দক্ষিন ২৪ পরগনা পূর্ব জেলা এবং জয়নগর সাংগঠনিক জেলা পক্ষ থেকে ঘেরাও করা হয় বারুইপুর এসপি অফিস। রীতিমতো প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁদের হাতের কালো প্ল্যাকার্ড গুলিতে লেখা ছিল, ‘ বামদেবের সন্ধান চাই। বামদেবের স্ত্রী পুত্র কাঁদছে। পুলিশ তৃণমূল আঁতাত বন্ধ করো।’ ওঠে বকুলতলা থানার ওসি কে অপসারণের দাবি ও। অবশেষে বহুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে সরানো সম্ভব হয় বিক্ষোভকারীদের। পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুলতলির তৃণমূল বিধায়ক জানান, ‘মায়াহাউরি গ্রাম পঞ্চায়েত আমার বিধানসভার মধ্যে নয়। তবুও বিজেপির অভিযোগ সম্পুর্ন মিথ্যে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে’।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর