BJP ছেড়ে তৃণমূলে! ৩ ঘন্টার মধ্যেই ফের দলে ফিরে ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন যুব মোর্চার নেতা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েতে নির্বাচন। দিন কয়েকের অপেক্ষা মাত্র। আগামী ৮ই জুলাই রাজ্যে ভোটানুষ্ঠান। গত বৃহস্পতিবার নির্বাচনের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর তার পর থেকেই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে প্রচার, সভা-জনসভা। পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে ভোটের দিন ঘোষণা হওয়ায় পর থেকে পাল্লা দিয়ে চলছে দল বদলের হিড়িক। আর এসবের মাঝে দলবদল নিয়ে এক অদ্ভুত ঘটনা উঠে এল কোচবিহার (Coochbehar) থেকে।

রবিবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন পাঁচ বিজেপি যুব মোর্চার নেতারা। তবে তিন ঘন্টাতেই শেষ। ঘন্টা তিনেক পর কোনোক্রমে ফের গেরুয়া শিবিরে ফিরে এলেন সেই বিজেপি নেতারা। তবে কি এমন ঘটল, যে যোগদান করেও তিন ঘন্টার ভেতরেই ফিরলেন পুরোনো দলে!

রবিবারের এই ঘটনায় শোরগোল পড়ে যায় কোচবিহারে। এরই মধ্যে তৃণমূল থেকে বিজেপিতে ফিরে জীবন নামক এক যুব মোর্চার নেতা জানান, ভুল বুঝিয়ে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে এসে তৃণমূলের তাদের পতাকা ধরিয়ে দেওয়া হয়। সেখান থেকে পালানোর চেষ্টাও করেন, কিন্তু সুযোগ পায়নি।

ঘন্টা তিনেকের মধ্যে দুই দল বদল করে ওই যুব নেতা বলেন, “আমাকে মিথ্যে বলে নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছিল এই জায়গায় আসতে হবে। ভেবেছিলাম কোনো রাস্তা-ঘাটের কাজ আছে হয়তো। তারপর গিয়ে দেখি এই কাণ্ড। অনেক চেষ্টা করেও পালাতে পারি নি। জোর করে প্রথমে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গেল। তারপর জোর করেই দলে যোগদান করিয়ে দিল।”

bjp tmc

তার কথায়, “আমরা পাঁচ জন ছিলাম। ওখান থেকে পালানোর চেষ্টাও করেছিলাম। আমাদেরই দলের (বিজেপি) লোক আমাদের মিথ্যে বলে ওখানে নিয়ে যায়। হঠাৎ দলের লোক কেন নিয়ে গেলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ওই নেতা বলেন, “এখন দলের ওই সদস্যরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে কিনা সেটা বলতে পারবো না।”

শেষে দলে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই যুব নেতা বলেন,”আমি বিজেপিতেই ছিলাম, বিজেপিতেই আছি আর ভবিৎষতেও বিজেপিই করবো। একবার মানুষের ভুল হয়। বারবার ভুল হয় না। আমি আর প্ররোচনায় পা দেব না।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর