‘সকলের আশীর্বাদ চাই’, গোল করে স্ত্রী-কে চুম্বন ছুঁড়ে প্রত্যাশিত সন্তানের বার্তা দিয়ে মন্তব্য সুনীল ছেত্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল (Indian Football Team) ব্যস্ত ইন্টার কন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) খেলতে। এই টুর্নামেন্টের শেষ হবার পরেই তারা সাফ কাপের লড়াইয়ে মাঠে নামবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে দাপট দেখিয়ে ২-০ ফলে হারিয়েছিল ভারত। কাল রাতে ভারতের ম্যাচে ছিল খাতায় কলমে তাদের চেয়ে অনেক দুর্বল দল ভানুয়াতুর বিরুদ্ধে।

মঙ্গোলিয়াকে হারানোর পর এই ম্যাচেও সহজ জয় ভাবে ভারত এমনটাই আশঙ্কা করেছিলেন ফুটবলপ্রেমীরা? কিন্তু তেমনটা হয়নি। ভারতীয় কোচ ঈগর স্টিম‍্যাক ইঙ্গিত দিয়েছিলেন যে এই টুর্নামেন্ট শুধুমাত্র যাদের কাছে একটি প্রস্তুতির মঞ্চ এবং তারা এখানে অনেক দুর্বল গোলের বিরুদ্ধে নিজেদের পূর্ণ শক্তি প্রয়োগ করবে না। কিন্তু তাও ভারতের চেয়ে ফিফা ক্রমতালিকা ৬৩ ধাপ পিছিয়ে থাকা একটি দলের বিরুদ্ধে জয় পেতে কাল যেভাবে ঘাম ঝরাতে হয়েছে সেই নিয়ে সন্তুষ্ট নন সমর্থকরা।

গতকাল ম্যাচের ৮০ মিনিটে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে করা গোল থেকে জয় নিশ্চিত করে ভারত। ভারত এই ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলেই মাঠে নামবে সাফ কাপ খেলতে। সেখানে তারা মুখোমুখি হবে পাকিস্তান, নেপাল, কুয়েতের মতো অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে। সেই টুর্নামেন্টে ভারতীয় দল যেন এমন মধ্যম মানের পারফরম‍্যান্স না করে সেটাই প্রার্থনা হবে ভক্তদের। যদিও সে টুর্নামেন্টে না আমার আগে ভারতকে তাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লেবাননের বিরুদ্ধে এবং ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে মাঠে নামতে হবে।

sunil alone

সুনীল ছেত্রী কাল গোল করা মাত্র সেই বলটি নিজের জার্সির ভেতর পেটের কাছে ঢুকিয়ে স্টেডিয়ামে যে অংশে তার স্ত্রী বসেছিলেন সেই দিকে ছুটে যান। তারপর নিজের স্ত্রীর উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। একই কাজ করেন তার স্ত্রী-ও। সকলেই আশঙ্কা করছেন খুব শীঘ্রই সুনীলের পরিবারে এক ছোট্ট সদস্য আসতে চলেছে।

এরপর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন সুনীল। তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী দুজনেই খুব তাড়াতাড়ি সন্তানের প্রত্যাশা করছি। বিষয়টা কি করে সকলের সামনে আনবো এই নিয়ে আমরা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম। ও নিজেই আমাকে পরামর্শ দিয়েছিল এমনভাবে বিষয়টি সকলের সামনে আনার এবং আমি সেটা করতে পেরে খুশি। আমারা সকলের কাছ থেকে আশীর্বাদ প্রত্যাশা করছি।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর