বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সব মিলিয়ে বঙ্গে এখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে। ভোট পূর্বে সভা-জনসভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহেই হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে বিজেপি (BJP) বাহিনী। আজ তার প্রথম দিনে সিঙ্গুরে (Singur) পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর সেখান থেকেই নিশানা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।
‘অভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা’। সিঙ্গুরের সাংগঠনিক বৈঠক থেকে আজ এই সুরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। আর কী বললেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক? এদিন অভিষেকের নবজোয়ার যাত্রাকে একহাত নিয়ে সুকান্ত বলেন, “তাঁবু খাটিয়ে রাতের বেলায় কাদের সঙ্গে মিটিং করছেন আমরা কিন্তু সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। যতই করুন ওইভাবে উনি বাঁচাতে পারবেন না। উনি যদি ভেবে থাকেন উনি গ্রেফতার হবেন আর তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে তুলকালাম হবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি গন্ডগোল হবে সেটা হচ্ছে না।”
নেতার সংযোজন, “আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি এবং আমাদের সাধারণ বোধ বুদ্ধিতে যা বলে তাতে ওনার গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে মিডিয়া বলছে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গেছে থাইল্যান্ডে টাকা গেছে কার অ্যাকাউন্টে টাকা গেছে! ওনার অ্যাকাউন্ট থেকে তাহলে উনি অ্যারেস্ট হবেন।”
অভিষেককে তোপ দেগে বিজেপি সভাপতি বলেন, “সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। কারণ মহাসচিব ছিলেন না পোস্ট একটাই বাকি সব ল্যাম্পপোস্ট। দেড়খানা পোস্ট এখন হয়েছে। এই দেড়খানা পোস্ট না জানা অবস্থায় এতকিছু ঘটে গেছে, পার্থ চট্টোপাধ্যায় এত কিছু করে ফেলেছে এটা বিশ্বাসযোগ্য নয়। মানুষকে বোকা পেয়েছেন নাকি?”
তার প্রশ্ন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে যা বোঝাবেন মানুষ তাই বুঝে নেবেন। পার্থ চট্টোপাধ্যায় এত লোককে চাকরি দিয়ে দিলেন এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন ঘুষ নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা সম্ভব? এটাও বিশ্বাস করতে হবে?”