নিজের গড় নন্দীগ্রামেই সভা করার অনুমতি নেই শুভেন্দুর! এবার বড় পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। ইডি, সিবিআই, দুর্নীতি ইত্যাদি একাধিক ইস্যুতে উত্তপ্ত বঙ্গের মাটি, এরই মধ্যেই অভিযোগ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কি সেই অভিযোগ? খোদ নিজের গড় নন্দীগ্রামেই (Nandigram) নাকি সভা করার অনুমতি পাচ্ছেন না শুভেন্দু। এবার এই কাণ্ডেই বড়সড় পদক্ষেপ নিলেন নন্দীগ্রামের বিধায়ক।

বিধানসভা নির্বাচনে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) পরাজিত করে যে বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে তিনি রাজ্যের বিধায়ক, সেখানেই সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না রাখে। এমনই অভিযোগ তুলে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু।

সূত্রের খবর, বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। ইতিমধ্যেই বিচারপতি শুভেন্দুকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। জানিয়ে রাখি, আগামী ১৬ জুন নন্দীগ্রামের বিজেপি কার্যালয় থেকে শুরু করে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার পরিকল্পনা নিয়েছেন বিরোধী দলনেতা।

তার সেই পরিকল্পনাতেই দেওয়া হচ্ছে বাঁধা। তাই আদালতের নিকট নেতার আর্জি, তাকে ওই দিনে ওই পথে মিছিল করার অনুমতি দেওয়া হোক। আদালতে বিজেপি বিধায়ক আরও বলেন, ১৬ জুন যেই মিছিলের পরিকল্পনা নেওয়া হয়েছে তার বিশদ জানিয়েই অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল প্রশাসনের কাছে।

suvendu mamata

কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদনের নাকি কোনও জবাবই দেওয়া হয়নি। অন্যদিকে মিছিলের আগে হাতে বাকি সাত দিন। এই সময়ে এসেও জবাব না পাওয়ায় শেষ মুহূর্তে ওই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও বহু বহু বার বিরোধী দলনেতার মিছিল, কর্মসূচীতে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য প্রশাসনের ওপরে। আর এবারেও সেই ঘটনারই পুনরাবৃত্তি। জানা গিয়েছে, মিছিল করতে চেয়ে শুভেন্দুর এই আর্জির শুনানি শুক্রবার হতে পারে বলে আশঙ্কা রয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর