বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শুভেন্দু-তৃণমূল সংঘাত আকসার বর্তমান। বহুদিন ধরেই শাসক দলের বিরুদ্ধে ‘লটারি দুর্নীতি’র অভিযোগ তুলে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), আর এবারে এই লটারি নিয়েই বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রামের বিধায়কের। বুধবার কোন্নগরের বিশাল জনসভা করেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে নবজোয়ার নিয়ে শাসকদলকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি।
ঠিক কী বলেছেন বিরোধী দলনেতা? বুধবার কোন্নগরের (Konnagar) সভা থেকে তৃণমূলের (Trinamool Congress) নবজোয়ারের’ টাকার উৎস নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করেন অধিকারীবাবু। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে জোর গলায় বলেন, ‘ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। ”
এখানেই শেষ নয়। এরপর রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, , ‘‘বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা, এটা আমরা বন্ধ করব। সাবধান ডিয়ার লটারি, সাবধান পশ্চিমবঙ্গের জনগণ, সাবধান তৃণমূল।’’ বিরোধী দলনেতার এই বিস্ফোরক মন্তব্যের পর রীতিমতো জ্বলে উঠেছে তৃণমূল কংগ্রেস।
শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেন তৃণমূল মুখপাত্র তথা সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। তিনি বলেন, “যাকে টিভির পর্দায় হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে, তার মুখে এ সব কথা মানায় না। এই ধরনের কথা যিনি বলছেন, তার উপর রাজ্যের মানুষের কোনও রকমের আস্থা নেই।’’
এরপরই শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি দিয়ে শান্তনু বলেন, “উনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগের জবাব ও প্রমাণ ওকেই দিতে হবে। ছাড়ব না।” প্রসঙ্গত, এই প্রথম নয় পূর্বে এই লটারি প্রসঙ্গ টেনে শাসকদলকে বিঁধে শুভেন্দু টুইট করেছিলেন। সেই সময় তৃণমূল বিধায়কের স্ত্রীর লটারি প্রাপ্তির পর শুভেন্দু লেখেন, ‘‘ডিয়ার (ভাইপো) লটারি আর তৃণমূলের মধ্য যে সম্পর্ক রয়েছে, তা আমি অনেক দিন ধরেই বলে আসছি। এটা টাকা পাচারের সহজ উপায়। সাধারণ মানুষ টিকিট কেনেন আর তৃণমূল নেতারা বাম্পার পুরস্কার জেতেন। প্রথম অনুব্রত মণ্ডল জিতলেন। এ বার তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তের স্ত্রী এক কোটি টাকা পেলেন।’’