কোভিডকালে মিথ্যে হিসেব দিয়েছিল রাজ্য সরকার! সব ‘প্রমাণ’ সামনে এনে এবার বোমা ফাটালেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক পরিসংখ্যান নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

আজ একাধিক তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরে রাজ্য সরকারের (Government of West Bengal) বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। ‘পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রতারণা এবং ক্রমবর্ধমান ঋণের ফাঁদ’ শীর্ষক সেই পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, ‘অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যগুলির ঋণ নেওয়ার সীমা নির্ধারিত হয় রাজ্যের আভ্যন্তরীণ উৎপাদন অথবা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP) এর মাধ্যমে’।

শুভেন্দুর দাবি, এই সুযোগকেই হাতিয়ার করছে পশ্চিমবঙ্গ (West Bengal) সহ বেশ কিছু ঋণের ওপর ‘নির্ভরশীল’ রাজ্য। রাজ্যের আভ্যন্তরীণ উৎপাদন বেশি দেখিয়ে বাজার থেকে বেশি পরিমাণ ঋণ নিচ্ছে এবং এভাবে আস্তে আস্তে ঋণের জালে জড়িয়ে পড়ছে, লেখেন নন্দীগ্রামের বিধায়ক।

আরও পড়ুনঃ কংগ্রেস-বিজেপি নয়, TMC ছাড়া বাংলার ৪২টি আসনে প্রার্থী দিয়েছে একমাত্র এই দল! নামটা চমকে দেবে

এখানেই না থেমে শুভেন্দু আরও লিখেছেন, ‘পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই কারসাজি ধরা পড়ে গিয়েছে ভারত সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা রুপায়ন মন্ত্রকের সম্প্রতি রাজ্যওয়াড়ি GSDP-র পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পর’।

রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, কোভিডের দরুন যখন গোটা দেশের অর্থনীতির বৃদ্ধির হার ঋণাত্মক হয়ে গিয়েছিল, সেই সময় দাঁড়িয়ে একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে দাবি করা হয় রাজ্যের অর্থনীতি ১.২০% হারে বৃদ্ধি পেয়েছে। তবে গত ১৫ মার্চ ভারত সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা রুপায়ন মন্ত্রক কর্তৃক প্রকাশিত রাজ্যওয়াড়ি GSDP-র পরিসংখ্যানে দেখা যায় অতিমারীর কারণে রাজ্যের অর্থনীতি -৭.৫৮% হারে সংকুচিত হয়েছিল।

bjp leader suvendu adhikari

শুভেন্দুর সংযোজন, ‘আদতে পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই কারসাজি নতুন কিছু নয়, অথবা শুধুমাত্র ২০২০-২০২১ আর্থিক বছরেই এমন দাবি করা হয়েছে তা নয়। করোনা মহামারীর আগের বছর, অর্থাৎ ২০১৯-২০ সালের বাজেট নথিতে দাবি করা হয়েছিল যে রাজ্যের GSDP ১০.৪২% হারে বৃদ্ধি পেয়েছে, অথচ ভারত সরকার তথ্য প্রকাশ করেছে যে বৃদ্ধির হার ছিল মাত্র ৩.১০%’। রাজ্যের বিরোধিতা দলনেতার দাবি, রাজ্যের GSDP এভাবে বাড়িয়ে দেখানো এবং তার ওপর ভিত্তি করে বাজার থেকে ঋণ নেওয়ার এই প্রবণতার মাধ্যমে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ‘ঋণের পাঁকে’ ডুবিয়ে দেওয়া হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর