কংগ্রেস-বিজেপি নয়, TMC ছাড়া বাংলার ৪২টি আসনে প্রার্থী দিয়েছে একমাত্র এই দল! নামটা চমকে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লি দখলকে পাখির চোখ করে আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে নির্বাচনী লড়াই! ইতিমধ্যেই চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রত্যেকটি রাজনৈতিক দলই এক এক করে প্রার্থীদের নাম ঘোষণা করছে। দফায় দফায় প্রকাশ করা হচ্ছে প্রার্থী তালিকা। পশ্চিমবঙ্গে যেমন ইতিমধ্যেই ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির এখনও ৪টি আসনে প্রার্থী দেওয়া বাকি।

গত সপ্তাহে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে পদ্ম শিবির। এখনও ডায়মন্ড হারবার, আসানসোল, বীরভূম এবং ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণা করা বাকি। অন্যদিকে বামফ্রন্টের তরফ থেকে ২১টি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কংগ্রেস এবং অন্যান্য দলের সঙ্গে সমঝোতার কারণে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেবে না বামেরা। অন্যদিকে কংগ্রেস এবং আইএসএফের তরফেও ৮টি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

এমতাবস্থায় অনেকেই হয়তো ভাবছেন, বাংলায় শুধুমাত্র তৃণমূলই (Trinamool Congress) ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এমনটা কিন্তু নয়। রাজ্যের শাসক দল ছাড়া এসইউসিআইয়ের তরফ থেকেও ৪২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। বছরভর নানান রাজনৈতিক ইস্যু নিয়ে সরব হতে দেখা যায় এই দলকে। বাম ঐক্য না হওয়ার জন্য সিপিএম এবং সিপিআইকে দুষতেও দেখা গিয়েছে বাম মনস্ক এসইউসিআইকে (SUCI)। তবে একাধিক তাবড় তাবড় রাজনৈতিক দলের আগে বাংলার প্রত্যেকটি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তারা।

আরও পড়ুনঃ ৩ হাজার কোটি টাকা পাবে বাংলার গরিব মানুষ! ভোটের আগেই বিরাট ঘোষণা মোদীর

চব্বিশের লোকসভা নির্বাচনই প্রথম নয়, এর আগেও একাধিক লোকসভা ও বিধানসভা ভোটে অংশগ্রহণ করেছিল এসইউসিআই। জয়ী না হলেও এবারের নির্বাচনেও অংশগ্রহণ করেছে তারা। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচারও। যদিও ভোট বাক্সে এর কতখানি প্রভাব পড়বে তা জানা যাবে ফলাফল প্রকাশের পর।

suci political party

প্রসঙ্গত, দিল্লি দখলের এই লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই বাংলা সহ দেশজুড়ে প্রচার শুরু করে দিয়েছে কমবেশি প্রত্যেকে। সম্প্রতি তৃণমূল এবং বিজেপির তরফ থেকে বাংলার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, শীঘ্রই বঙ্গ জুড়ে ভোট প্রচারে নেমে পড়বেন সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর