বোরখা ছেড়ে বিকিনি! বিশ্বসুন্দরীর মঞ্চে এই প্রথম মুসলিম দেশের প্রতিনিধি

বাংলাহান্ট ডেস্ক : তথাকথিত মুসলিম সমাজ ইদানিংকালে পুরনো রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে তৎপর হয়েছে। তারই অংশ হিসেবে এবার বিশ্ব সুন্দরীর মঞ্চে প্রথমবারের জন্য অংশ নিতে চলেছে সৌদি আরব। রুমি আলকাহতানি এখন গোটা বিশ্বে একটি আলোচিত নাম হয়ে উঠেছেন। কারণ রক্ষণশীল সৌদি আরবের হয়ে তিনি প্রতিনিধিত্ব করতে চলেছেন বিশ্ব সুন্দরীর মঞ্চে।

এতদিন সৌদি আরবের পক্ষ থেকে বিশ্ব সুন্দরীর মঞ্চে প্রতিনিধি পাঠানো হত না। আরব দুনিয়া এবার বেরিয়ে আসতে চলেছে বহু প্রাচীন এই গোঁড়ামি থেকে। সৌদি আরবের পক্ষ থেকে  ‘মিস ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতায় পাঠানো হচ্ছে বছর সাতাশের রুমি আলকাহতানিকে। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন আল সৌদের রাজত্বে সৌদি আরবে এ যেন এক টুকরো মুক্ত বাতাস।

আরোও পড়ুন : ফের বড়সড় রেল দুর্ঘটনা! দাউদাউ করে ট্রেনে আগুন, পুড়ে ছাই গোটা কামরা

রুমি আলকাহতানি এই বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহী। এই বিষয়ে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন।রিয়াধে জন্মানো পেশায় মডেল রুমি অনলাইন ইনফ্লুয়েন্সর হিসেবেও জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লক্ষ। তিনি নিজের ইনস্টাগ্রামে তাঁর প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবর নিজেই শেয়ার করেছেন ফলোয়ারদের সঙ্গে। 

আরোও পড়ুন : এ কী অবস্থা! দূরপাল্লা থেকে শুরু করে লোকাল, লাইন দিয়ে ট্রেন দাড়িয়ে হাওড়া স্টেশনে; দেখুন কী হল

ইনস্টাগ্রাম ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে তাঁর।সেখানে তিনি লিখেছেন, মিস ইউনিভার্স কনটেস্টে এটাই সৌদি আরবের প্রথম অংশগ্রহণ! কিছুদিন আগে তিনি অংশগ্রহণ করেন মালয়েশিয়ার একটি বিউটি কনটেস্টে। সেখানে একটি বক্তব্যে তিনি বলেন, তিনি বিশ্বসংস্কৃতির সঙ্গে আরব-সংস্কৃতির দেওয়া-নেওয়ার এক মাধ্যম। 

rumy alqahtani 261201194 16x9 0

ইতিমধ্যেই ‘মিস সৌদি আরব’ সম্মান রয়েছে রুমি আলকাহতানির ঝুলিতে। সৌদি আরবের ‘মিস মিডল ইস্ট’, ‘মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১’ এবং সৌদি আরবের ‘মিস উওম্যান’ হয়েছেন তিনি। এই খবরটি আজকে প্রকাশ্যে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলের বিশ্লেষকরা বলছেন, ‘রক্ষণশীল’ তকমা তবে আরও এক পরত হালকা হল সৌদি আরবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর