বাংলা হান্ট ডেস্কঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মস্থান নিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। “সোনারপুর (Sonarpur) নেতাজির জন্মস্থান। এটি নেতাজির পুণ্যভূমি। আর সেই কারণেই মানুষ সোনারপুরকে শ্রদ্ধা করে। অথচ এখন সোনারপুরের বদনাম করছে তৃণমূল।” গতকাল ভরা সভা থেকে ঠিক এমনই মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক।
শুভেন্দুর মুখ থেকে এই মন্তব্যে বেরোতে না বেরোতেই হাসাহাসি, ঠাট্টা শুরু হয় দলীয় নেতা-কর্মীদের মধ্যেই। আশপাশে বসে থাকা মহিলা কর্মীরা তো বলেই বসেন সোনারপুরে না, নেতাজির জন্মস্থান ওড়িশার কটক। একথা ঠিক, সোনারপুরের সুভাষগ্রামের কাছে কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি রয়েছে। তবে এদিন একাধিকবার সোনারপুর নেতাজির জন্মস্থান বলে দাবি করেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, গতকাল সোনারপুরের ঢালাই ব্রিজ থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা করেন বিজেপি বিধায়ক। পঞ্চায়েত ভোট পূর্বে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং সোনারপুরে দলীয় কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে পদযাত্রা করেন তিনি। পাশাপাশি একটি পথসভাও করেন।
আর সেই সভা থেকেই একাধিকবার সোনারপুর নেতাজির জন্মস্থান বলে দাবি করেন শুভেন্দু। এই নিয়ে দলের অন্দরে তো চৰ্চা চলছিল এবার নেতার বিতর্কিত মন্তব্যের পর শুদ্ধিকরণ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।
শুভেন্দুর পদযাত্রার পালটা শুদ্ধিকরণ কর্মসূচি নিল শাসকদল। গঙ্গাজল ছিটিয়ে সোনারপুর ষ্টেশন রোড শুদ্ধ করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তারকা বিধায়ক লাভলি মৈত্র (TMC MLA Lovely Maitra)। বিরোধী দলনেতাকে ‘দুর্নীতিবাজ’ তকমা দেন লাভলি। পাশাপাশি আগামী মঙ্গলবার সোনারপুরে শুভেন্দুর পালটা সভা হবে বলেও জানিয়ে দেন বিধায়ক।