বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও জোর প্রস্তুতি চলছে শাসক-বিরোধী উভয় শিবিরেই। সময় যত এগিয়ে আসছে বাগযুদ্ধেও ততই জড়াচ্ছে দুই শিবির। এই আবহেই এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) আন্টি’ বলে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
শনিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে জোর আক্রমণ করে শুভেন্দু অধিকারী। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দিদি বলা ছেড়ে দিন, উনি এখন আন্টি হয়ে গিয়েছেন”।
এখানেই শেষ নয়! শুভেন্দু আরও বলেন,’ বাংলায় পিসি আর হিন্দিতে বুয়া। পিসি-ভাইপোর সরকার চলছে। উনি দিদি নন, কারণ দিদি নামের সাথে উদার ও মহৎ এই সকল বৈশিষ্ট যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিষ্ঠুর মহিলা। সিরিয়াতে যা হচ্ছে, বাংলাতেও তাই হচ্ছে। ”
আরও পড়ুন: লন্ডনে পালিয়ে যাবেন তৃণমূলের শেখ শাহজাহান! সন্দেশখালির বেতাজ বাদশাকে নিয়ে বিস্ফোরক দাবি ED-র
শুভেন্দুর সংযোজন, “আমি ওনাকে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছিলাম, তারপর উনি আমার নামে ৪২টি মামলা করেছিলেন। খুবই নিষ্ঠুর মহিলা উনি”। উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৭৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।
প্রসঙ্গত, শুভেন্দুর এহেন মন্তব্য এই প্রথম নয়। এর আগেও মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর চোর’ শ্লোগানও দিয়েছিলেন। তবে এবার লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘আন্টি’ বলার এই মন্তব্য ঘিরে যে জোর সমালোচনা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না।