বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুরের সভা থেকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি!’, সুর চড়ান নন্দীগ্রামের বিধায়ক।
আসলে সম্প্রতি বসিরহাটের পদ্ম-প্রার্থী রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েন। সামনে আসে তাঁর কল্যাণী এইমসে ভর্তি হওয়ার খবর। এরপর তৃণমূলের (Trinamool Congress) যুব নেতা তথা তমলুকের জোড়াফুল (TMC) প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমাজমাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Scheme) সংক্রান্ত কিছু তথ্য সমাজমাধ্যমে শেয়ার করেন। দেবাংশুর দাবি, সেই কার্ড বিজেপি প্রার্থী রেখার।
দেবাংশু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ বিজেপি প্রার্থী রেখা পাত্রও পেয়েছেন’। এরপর তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গোপনীয়তা অধিকার ভঙ্গের অভিযোগ এনে জাতীয় মহিলা কমিশন এবং তফশিলি জাতি ও উপজাতি কমিশনের দ্বারস্থ হন রেখা। এবার এই নিয়ে সুর চড়ালেন শুভেন্দু।
আরও পড়ুনঃ বিপাকে দেবাংশু! নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ BJP প্রার্থী রেখা
যাদবপুরের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘কী সাহস! অত্যন্ত গরিব পরিবারের একজন প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। তাঁর স্বাস্থ্যসাথী কার্ডের ছবি সমাজমাধ্যমে শেয়ার করা হচ্ছে। ওটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি? তৃণমূলের নেতা-নেত্রীরা যেন নিজেদের সম্পত্তি বিক্রি করে সাধারণ মানুষকে এই সুযোগগুলি দিচ্ছে!’
প্রসঙ্গত, সন্দেশখালির ‘অগ্নিকন্যা’ রেখা পাত্রকে চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাঁকে। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করেন। রেখাকে ‘শক্তি স্বরূপা’ আখ্যাও দেন তিনি।
অন্যদিকে যুব নেতা দেবাংশুকে এবার ‘অধিকারী গড়’ তমলুক থেকে টিকিট দিয়েছে তৃণমূল শিবির। ভোট ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের এই তরুণ নেতা। এসবের মাঝেই তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শোরগোল ফেলে দিল রাজ্য রাজনীতিতে।