‘মাটির নিচে টাকা রাখলেও তা খুঁড়ে বার করব’, আলিপুরদুয়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) দল বদলে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর শুক্রবার প্রথমবার আলিপুরদুয়ারে (Alipurduar) জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন দুপুর ২টো নাগাদ শহরের বি এম ক্লাব ময়দান থেকে প্রতিবাদ মিছিলের সূচনা করে বিজেপি। পরে সেই মিছিলে সামিল হন শুভেন্দু অধিকারী। মিছিল শেষে রেলের মাঠে প্রতিবাদ সভা করে বিজেপি (BJP)। সেখান থেকেই একহাত নেন শাসকদলকে।

প্রসঙ্গত, সদ্য পদ্ম ছেড়ে তৃণমূলে গেছেন আলিপুরদুয়ার বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে দল বদলেছেন তিনি। তার পরেই জেলার নয়া দায়িত্বেও তাকে বসিয়েছে তৃণমূল। এদিন দলবদলু সুমন সহ রাজ্য সরকারকে তুমুল কটাক্ষ বাণে বিঁধে শুভেন্দু বলেন, “একটি বোলেরো গাড়ি আর কিছু টাকার জন্য আপনি দল বদল করেছেন। ওই টাকা আপনি রাখতে পারবেন না। মাটির নিচে টাকা রাখলেও তা খুঁড়ে বার করব।”

শুধু তাই নয় এদিন জেলাশাসকদেরও হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “কেন্দ্রীয় সরকার হাইওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণের জন্য টাকা দিচ্ছে। আর সেই টাকার সুদ জেলা শাসকরা মুখ্যমন্ত্রীর জেলা সফরের মচ্ছবে খরচ করছেন। আমি এই মঞ্চ থেকে জেলা শাসকদের হুশিয়ারি দিয়ে যাচ্ছি। এভাবে আপনারা এই টাকা খরচ করতে পারেন না।”

এরপর দলের প্রসঙ্গ টেনে দলনেতা বলেন, “ভারতীয় জনতা পার্টি কোনও দিন রাজ্য ভাগের কথা বলেনি। কেউ যদি এই বিষয়ে কিছু বলে থাকেন তাহলে তা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু উত্তরবঙ্গ বঞ্চিত। এটা আমরা বারবার বলছি।” অন্যদিকে, আগামী ১৩ ফেব্রুয়ারি বিজেপিকে পাল্টা দিতে শাসকদলের তরফে মিছিল ও সভার ডাক দিয়েছে তৃণমূল।

tmc bjp

এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক জানান, “আমরা বিজেপির পালটা কর্মসূচি নিয়েছি। ১৩ ফেব্রুয়ারি আমরা বিজেপি যেই দিক দিয়ে মিছিল করে সভা করেছে আমরা ওই স্থান দিয়েই মিছিল করে একই জায়গায় সভা করবো। ওই দিন আমরা আমাদের বক্তব্য বলবো। আমরা রাজ্য ভাগ চাই না। ৪৮ ঘন্টা বিজেপি নেতৃত্বকে সময় দেওয়া হয়েছিল এই বিষয়ে তাদের স্ট্যান্ড পরিষ্কার করার জন্য। তারা পারেনি।” সব মিলিয়ে পঞ্চায়েত ভোট পূর্বে শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত বাংলার মাটি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর