বাংলাহান্ট ডেস্ক : গ্রাম থেকে শহর, বিগত কয়েকদিন লোডশেডিং এর সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। তীব্র গরমে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোজা গিয়ে হাজির হলেন বিদ্যুৎ ভবনে। রীতিমতো পরিসংখ্যান তুলে বিরোধী দলনেতার প্রশ্ন, লোডশেডিং এর এতো বাড়বাড়ন্ত কেন?
সেই সাথে তিনি কটাক্ষ করলেন রাজ্য সরকারকে। গত কয়েকদিন ধরে তবপ্রবাহ চলছে বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই এক ছবি। সকাল বেলা বাড়ির বাইরে পা দেওয়া রীতিমতো দুঃসহ কাজ হয়ে দাঁড়িয়েছিল। তীব্র গরমের সাথে দোসর হয়েছিল লোডশেডিং। একেই গরমের তীব্রতা, অন্যদিকে বারংবার লোডশেডিং, এই দুই মিলে আমজনতার অবস্থা রীতিমত শোচনীয় হয়ে পড়ে।
বিদ্যুৎ বিপর্যয়ের ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভও দেখাতে শুরু করেন।
এমন অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিকালে হাজির হলেন বিদ্যুৎ ভবনে। শুভেন্দুর সাথে ছিলেন অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল-সহ অন্যান্যরা। বিদ্যুৎ ভবনের আধিকারিকদের সাথে কথা বলেন শুভেন্দু। পরিসংখ্যান দেখিয়ে আধিকারিকদের প্রশ্ন করেন কেন এত বিদ্যুৎ বিপর্যয়?
বিদ্যুৎ ভবন থেকে বেরিয়ে বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেন রাজ্য সরকারকে। তিনি বলেন, “বিদ্যুতের ঘাটতি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আসলে রাজ্যে পাওয়ার জেনারেশন বন্ধ। রাজ্য সরকারের কয়লা কেনার ক্ষমতা নেই। নতুন পাওয়ার স্টেশন একটাও তৈরি করা হয়নি এই সরকারের আমলে। এর ফলে শিশু থেকে বৃদ্ধ সবাই সমস্যার মুখোমুখি হচ্ছেন।”