বাংলা হান্ট ডেস্কঃ শাহী সভার আগে থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ! সব জটিলতা কাটিয়ে অবশেষে খাস কলকাতায় দাঁড়িয়ে মেগা সভা সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এককথায় বুধবার ছিল এক্কেবারে হাইভোল্টেজ। এক দিকে ধর্মতলায় শাহের শাহী সভা। অন্য দিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে তৃণমূলের ধর্না (TMC Dharna)।
বঙ্গে শাসক-বিরোধী ঠোকাঠুকি হামেশাই। আর ইদানিং তা যেন চরমে পৌঁছেছে। বুধবার সকাল থেকে রাজ্য-রাজনীতির পারদ ছিল তুঙ্গে। বিজেপির ডাকে ধর্মতলার সভায় ছিলেন এক শ্রেণির ‘বঞ্চিত’রা। অন্যদিকে এরই পাল্টা বিধানসভায় কালো পোশাক পরে ধর্নায় বসেছিলেন তৃণমূলের বিধায়ক-মন্ত্রীরা।
আরও পড়ুন: তৃণমূল বিধায়ক জাফিকুলের বেডরুমে ঢুকতেই ‘থ’ CBI, কি এমন রেখেছিলেন নেতা? শোরগোল
কবিতা লিখলেন শুভেন্দু
কেন্দ্রের মোদী সরকারের বকেয়া অর্থ থেকে ‘বঞ্চিত’ হিসেবে ছিল তাদের ধর্না। যার নেতৃত্বে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল জোড়াফুল বিধায়ক-মন্ত্রীদের পরনে ছিল কালো পোশাক। আর মুখ্যমন্ত্রী পড়েছিলেন কালো পাড় দেওয়া সাদা শাড়ি। সে তো গেছে দুদিন। তবে এবার সেই নিয়ে আসরে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লিখলেন কবিতা।
এদিন নিজের ফেসবুক থেকে মমতাকে নিশানা করে এক কবিতা লেখেন নন্দীগ্রাম বিধায়ক। যেই কবিতার ছত্রে ছত্রে বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী। সাথে জুড়ে দিয়েছেন এক ছবিও। যা নিয়ে রীতিমতো শোরগোল।
শুভেন্দুর লেখা কবিতা
#সাদা_কালো
আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো,
ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো।
শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প,
শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প !
চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব,
চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা দল, আমি ক্ষমতায় মত্ত।
যদি ভাঙে মানুষের ধৈর্যের বাঁধ, গণতন্ত্রের বেত মারবে সপাং,
এর তার ঘাড়ে দোষ ঠেলে দিয়ে, পিসি-ভাইপো খুঁজবো পালাবার পথ; এপাং ওপাং ঝপাং !
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর এই কবিতায় বর্তমানে লাইক কমেন্টের বন্যা। কেউ লিখছেন ‘জমিয়ে দিলেন দাদা’, তো কেউ লিখছেন ‘জয় শ্রীরাম’। রাজ্য-রাজনীতির এই উত্তপ্ত আবহে এই কবিতা যে আরও কিছুটা উত্তাপ বাড়ালো সেই নিয়ে দ্বিমত নেই।