বড় ডিল? ঠিক কোন কারণে তার বাড়িতে ED হানা? বাংলা হান্টের প্রশ্নে বিস্ফোরক BJP-র তাপস রায়

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সঙ্গে দু’দশকেরও বেশি পুরনো সম্পর্ক। চব্বিশের লোকসভা ভোটের আগে আচমকাই সেই সম্পর্কে ইতি টানেন প্রবীণ রাজনীতিক তাপস রায় (Tapas Roy)। দলের পাশাপাশি বিধায়ক পদ ত্যাগ করে যোগ দেন বিজেপিতে। সম্প্রতি বাংলার সেই জনপ্রিয় রাজনীতিকই বাংলা হান্টের (Bangla Hunt) মুখোমুখি হয়েছিলেন। বাড়িতে ইডি হানা থেকে শুরু করে দলবদল, এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে একাধিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন বিজেপি নেতা।

তৃণমূল (TMC) ছাড়ার কথা ঘোষণা করার সময় তাপস রায়ের কণ্ঠে শোনা গিয়েছিল অভিমানের সুর। তাঁর বাড়িতে যখন ইডি (ED) হানা দেয়, সেই সময় পাশে দাঁড়ানো তো দূর, পরিবারের কাউকে সান্ত্বনাটুকুও দেয়নি দল। বাংলা হান্টের মুখোমুখি হয়ে ফের একবার একথা শোনা যায় বর্ষীয়ান রাজনীতিবিদের মুখে।

তাপস রায়ের বিজেপিতে (BJP) যোগদানের পর অভিযোগ উঠেছিল এর পিছনে ‘বড় ডিল’ আছে। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট বলেন, ‘এই ঘটনা যখন ঘটলো আমার বিরুদ্ধে তখন তাহলে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যে তুমি স্ক্যামে যুক্ত…আমাকে একটা শোকজ, বহিষ্কৃত করা কিংবা সাসপেন্ড করতো। সেটা তো করেনি। আর নাহলে আমার বা আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল যে তাপস রায়ের বাড়িতে ইডি কেন? কোনোটাই তো করেনি। আজ এই কথা বলছে কেন?’

আরও পড়ুনঃ তারকা ক্রিকেটার থেকে দুঁদে রাজনীতিবিদ! লোকসভায় বঙ্গ BJP-র দ্বিতীয় তালিকায় বিরাট চমক

এখানেই না থেকে বরানগরের প্রাক্তন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বলেন, হয় তিনি স্ক্যামে যুক্ত নাহলে নয়। তৃণমূল বাদে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বহু রাজনৈতিক দলের প্রেসিডেন্ট, নেতা, মুখপাত্র, সেক্রেটারিরা কথা বললেও জোড়াফুল শিবির মুখে কুলুপ এঁটেছিল। প্রবীণ রাজনীতিক এরপর জোর গলায় বলেন, নিজের রাজনৈতিক জীবনে কোনও স্ক্যামের সঙ্গে যুক্ত থাকলে ফাস্ট নয় ফাস্টেস্ট ট্র্যাক কোর্টে যেন আমার বিচার এবং শাস্তি হয়। তাপসবাবু এরপর বলেন, যার বাড়িতে কখনও স্থানীয় থানা ঢুকলো না, তাঁর বাড়িতে ইডি!

তাহলে কি তৃণমূল সুপ্রিমোর ওপর অভিমান থেকেই দল ছাড়লেন তাপসবাবু? জবাব দেওয়ার সময় দল এবং সুপ্রিমোর প্রতি অভিমানের কথা স্বীকার করে নেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই রাজনীতিক। পাশাপাশি এও বলেন, ‘শুধুমাত্র ইডির ঘটনা বললে হবে না। গত ১৩ বছর ধরে পার্টি ক্ষমতায় আছে। আমার সঙ্গে কী ব্যবহার করেছে। অভব্যতা এবং অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে বারবার ফেলেছে। তারপর দেখছি বগটুই, সন্দেশখালি… কত মানুষ মারা গিয়েছে। কেন মারা যাবেন? এই মৃত্যুর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন ছিল, রাজনীতি ছিল। বর্তমান মাননীয়া মুখ্যমন্ত্রী তো সেকথাই বলতেন। তাহলে ওনার রাজত্বে বাংলায় সাধারণ মানুষ এত খুন হবে কেন?’

tapas roy interview

তাপসবাবুর প্রশ্ন, বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং অন্তর্দলীয় কোন্দল কিংবা অন্য কোনও কারণে তৃণমূল কর্মীও খুন হবে কেন? মা-বোনের চোখের জল পড়বে কেন? ইজ্জত-সম্ভ্রম হানি হবে কেন? তাপসবাবুকে এরপর ‘ওয়াশিং মেশিন’ মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। তৃণমূলে থাকলে ‘চোর’, বিজেপিতে গেলেই সব পরিষ্কার! পদ্ম-শিবিরকে সম্প্রতি ‘ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করে তৃণমূল। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রবীণ রাজনীতিক বলেন, ‘বিজেপি থেকে যদি তৃণমূলে ফিরে যায়, তাহলে ওটা কোন ওয়াশিং মেশিন? বা ওটা ওয়াশিং মেশিন কিনা তার নামকরণ কী হবে দেখি সেটা ভাবছি’।

সবশেষে দলবদল প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তাপস রায়কে। দীর্ঘদিন ধরে তৃণমূলের অংশ ছিলেন, বরানগরের বিধায়ক হিসেবে কাজ করেছেন। তবে বর্তমানে মানুষটা এক থাকলেও বদলেছে তাঁর দলের নাম। এই প্রশ্ন করা হতেই তাপসবাবুর সপাট জবাব, ‘দলের পরিবর্তন কি আর কেউ করেনি নাকি করে না? মমতা ব্যানার্জিও তো দলের পরিবর্তন করেছেন। কতবার এনডিএ ইউপিএ করেছে! আরও অনেকে আছেন, আমি বলতে চাই না, লম্বা লিস্ট! এসবের মধ্যে যেতে চাই না’


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর