হুবহু মসজিদের মতো দেখতে বাসস্ট্যান্ড, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি BJP সাংসদের

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিক কালে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বুলডোজার। অবৈধ নির্মাণ ভাঙা থেকে শুরু করে যে কোনও কাজে বুলডোজারের আবির্ভাব মানেই নেপথ্যে থাকে কিছু-না-কিছু রাজনৈতিক চাপানউতোর। কখনও কখনও এ নিয়ে জল গড়িয়েছে আদালতেও। এবার সেই বুলডোজারই আরও একবার শিরোনামে ফিরে এল। সৌজন্যে কর্ণাটকের (Karnataka) বিজেপি নেতা (BJP Leader) প্রতাপ সিংহ। মসজিদের আদলের তৈরি বাস স্ট্যান্ডের এক যাত্রী প্রতীক্ষালয় নিয়ে তিনি বলেন, যদি সেগুলো ভেঙে না ফেলা হয়, তো একদিন তিনিই বুলডোজার দিয়ে সেগুলি গুঁড়িয়ে দেবেন। তাঁর এই মন্তব্যে ওরই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

কর্ণাটকের এই যাত্রী প্রতীক্ষালয়ের ছবিটি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভইরাল। এটি একটি মসজিদের আদলে তৈরি একটি প্রতীক্ষালয় নাকি এটা আসলে মসজিদই- এই নিয়ে চলছিল জোরদার আলোচনা। কেউ কেউ আবার মসজিদের আদলে যাত্রী প্রতীক্ষালয় তৈরির বিরোধিতাও করেন। সেই আলোচনার সূত্রেই মন্তব্য করেন বিজেপি সাংসদ। তিনি জানান, নেটদুনিয়ার এই চর্চা তাঁরও নজরে পড়েছে। তিনি নিজেও খেয়াল করে দেখেছেন যে, প্রতীক্ষালয়ের মাঝখানে আছে একটি বড় গম্বুজ। তার দু-পাশে দুটি ছোট গম্বুজ। তাঁর মতে, এই আদল যে মসজিদের তা নিয়ে সংশয় নেই। আর এতেই তাঁর আপত্তি। নেতা দাবি করেন, অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিয়ে এই প্রতীক্ষালয় ভেঙে দিক। নইলে তিনিই দায়িত্ব নিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে এই নির্মাণ গুঁড়িয়ে দেবেন।

প্রশাসনের তরফ থেকে যদিও এই বওষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই নির্মাণের নকশায় প্রশাসন সায় দিয়েছিল, নাকি নির্মাণকারী সংস্থা নিজের ইচ্ছামত এটি বানিয়েছে, তা-ও পরিস্কার নয়। তবে মসজিদের আদলে বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় যে থাকতে পারে না, তা নিয়ে নেতার মতামত স্থির। তাঁর দাবি, যে ইঞ্জিনিয়ররা এটা তৈরি করেছেন, তাঁদেরই উচিত এই নির্মাণ ভেঙে ফেলা।

বিজেপি নেতার এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসও। কর্ণাটকের কংগ্রেস প্রধান সেলিম আহমেদ জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক ভবনগুলির কোনও কোনওটাতে গম্বুজ দেখা যায়। বিজেপি নেতা কি এবার সেগুলোও ভাঙতে শুরু করবেন? এই ধরনের মন্তব্য যে সাংসদের বোকামির পরিচয়, এমনই দাবি করছে কংগ্রেস শিবির।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর