বিজেপির পতাকা হাতে হামলা! প্রদেশ কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

Published on:

Published on:

BJP leaders accused in Congress office vandalism incident

বাংলা হান্ট ডেস্কঃ ফের উত্তপ্ত কলকাতার রাজনৈতিক অঙ্গন। শুক্রবার বিকেলে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হঠাৎই ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। কংগ্রেসের অভিযোগ, এই হামলার নেতৃত্বে ছিলেন বিজেপি (BJP) নেতা রাকেশ সিং। ওই ঘটনার পরই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

হামলার দিন কী ঘটেছিল?

সূত্রের খবর, শুক্রবার একদল যুবক বিজেপির (BJP) পতাকা হাতে প্রদেশ কংগ্রেসের দপ্তরে ঢুকে পড়ে। সেখানে লাগাতার ভাঙচুর চলে বলে অভিযোগ। রাহুল গান্ধির ছবি-সহ একাধিক ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এমনকি অফিসের আসবাবপত্রেও ভাঙচুর চালানো হয়। টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক ছড়ানো হয় এলাকায়।

গ্রেপ্তার বিজেপি (BJP) নেতা সহ আরও কয়েকজন

এই ঘটনার প্রেক্ষিতে এন্টালি থানায় কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তৎপর হয়। পুলিশ সূত্রে খবর, বিজেপি (BJP) নেতা রাকেশ সিং-সহ কয়েকজনের নামে FIR দায়ের হয়েছে। শুধু ভাঙচুর নয়, অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।

BJP leaders accused in Congress office vandalism incident

আরও পড়ুনঃ OMR-এ ‘ম্যাজিক’! খাতায় ০, লিস্টে ৫৩, প্রকাশ্যে নিয়োগ কেলেঙ্কারির জলজ্যান্ত উদাহরণ

ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে গণতান্ত্রিক দলকে ভয় দেখানোর জন্য এই হামলা চালানো হয়েছে। বিজেপির (BJP) পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে গ্রেপ্তারি এবং FIR-এর খবর প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। এখন তদন্তে কোন দলের ভূমিকা প্রমাণিত হয়, তার দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।