বাংলা হান্ট ডেস্কঃ নেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) দুর্গাপুজো প্রতি বছরই চর্চায় থাকে। এই পুজোয় বড় ভূমিকা থাকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এবারের থিম ছিল ‘অপারেশন সিঁদুর’। উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পুজোর শুরু থেকেই সজল ঘোষের অভিযোগ, পুলিশ ও প্রশাসন তাঁদের পুজোকে নানা ভাবে হেনস্থা করছে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, পুজো বন্ধ করে দেওয়া হতে পারে। তবু দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া।
সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) দুর্গাপুজোর বিসর্জনে ‘পরিবর্তন যাত্রা’
শনিবার ছিল বিসর্জনের দিন। সজল ঘোষ এই শোভাযাত্রাকে ‘পরিবর্তন যাত্রা’ নাম দেন। মহিলাদের শঙ্খ বাজিয়ে অংশ নিতে অনুরোধ করা হয়েছিল। বিসর্জনের শোভাযাত্রায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শোভাযাত্রায় ঢাকের বাদ্য, আলোর ঝলক আর দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পরিবেশ। কোথাও বিজেপির পতাকা ছিল না, কিন্তু আবহ ছিল পুরো রাজনৈতিক।
দেবীর কাছে পরিবর্তনের প্রার্থন শুভেন্দুর
শুভেন্দু অধিকারী বলেন, “এই র্যালি শুধু বিসর্জন নয়, বাংলায় পরিবর্তনের প্রার্থনা। তৃণমূলের স্বৈরাচারী রাজত্ব শেষ হওয়া দরকার।” তিনি দাবি করেন, “প্রশাসন বাধা দিয়েও থামাতে পারেনি। প্রায় ৫০ লক্ষ মানুষ এই পুজোয় এসেছিলেন। এই সাফল্য হিন্দু বাঙালির জয়।”
আরও পড়ুনঃ পুজো কার্নিভালে থাকবে না কৃষ্ণ কল্যাণী, জোড়ালো হচ্ছে রায়গঞ্জ বিধায়কের দলবদলের সম্ভাবনা
অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পূজো নিয়ে বলেন, “বিজেপি নেতারা ইচ্ছা করে জনপ্রিয় পুজোকে রাজনীতির জন্য ব্যবহার করছেন। বাংলার মানুষ পুজোকে রাজনীতি থেকে দূরে রাখবে।”