বাংলা হান্ট ডেস্কঃ মেরেকেটে সপ্তাহ খানেকের অপেক্ষা। এরপরেই রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। আগামী ১৯ এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট রয়েছে। তবে তার আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। দলবদল করাতে বিজেপি (BJP) নেতার নাবালক সন্তানকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ‘অভিষেক গড়’ ডায়মন্ড হারবারে (Diamond Harbour)।
বুধবার সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। তিনি দাবি করেন, নোদাখালি থানা এলাকায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যের ১৪ বছরের ছেলের অপহরণ করা হয়েছে। এর নেপথ্যে তৃণমূলের (TMC) হাত রয়েছে বলে অভিযোগ। তৃণমূলে যোগ না দিলে ছেলেকে ছাড়া হবে না, এই হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন শিশুটির পিতা।
গতকাল নিখোঁজ শিশুর পিতা তথা বিজেপির পঞ্চায়েত সদস্য কৌশিক খাঁড়া এবং তাঁর স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শঙ্কুদেব। একইসঙ্গে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের করেন। অপহরণের জন্য তৃণমূলের দিকে আঙুল তোলার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও এনেছে বিজেপি। শঙ্কুদেবের দাবি, নোদাখালি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ‘জাহাঙ্গির’ এবং ‘বুচাং’য়ের থেকে অনুমতি নিয়ে আসার কথা বলে।
আরও পড়ুনঃ ‘আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমায় ভয় পায়! রেড রোডে ইদের অনুষ্ঠানে চনমনে মেজাজে মমতা
এদিকে বিজেপি নেতা তথা শিশুটির পিতা কৌশিকের দাবি, বুচাং-ই তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছিলেন। তাহলেই এক সপ্তাহের মধ্যে তাঁর সন্তানকে ছাড়া হবে। বিজেপির পঞ্চায়েত সদস্য জানান, গত ১ এপ্রিল থেকে নিখোঁজ তাঁর নাবালক পুত্র। সেদিন রাতেই নোদাখালি থানায় ডায়েরি করতে যান। তবে পুলিশের তরফ থেকে কোনও সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করেই নিশানা করেন শঙ্কুদেব। বিজেপি নেতা বলেন, ‘অনেক হয়েছে। আপনারা এই ডায়মন্ড হারবার মডেল বানাচ্ছেন? এটাই ডায়মন্ড হারবারের পরিস্থিতি। ছেলেটা যাতে ভালোভাবে বাড়ি ফিরে আসে এটাই অনুরোধ করব। তৃণমূলের কাছে আমার এটাই অনুরোধ।
এদিকে ডায়মন্ড হারবারের এএসপি রূপান্তর সেনগুপ্ত বলেন, ‘১ এপ্রিল কেস রেজিস্টার করা হয়েছে। গত ২ তারিখ শিশুটির মা-বাবাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় তদন্তকারী অফিসার এবং আইসিও উপস্থিত ছিলেন’। তদন্তের সময় অপহরণের মতো বিষয় সামনে আসেনি বলেও জানান তিনি।