বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন পূর্বে ফের বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার রাজ্য সরকারের স্টিকার দেওয়া গাড়ি ব্যবহার করে বিতর্কের শিরোনামে মহুয়া। কিছুদিন আগেই ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে সাংসদ পদ খোয়াতে হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। আর এবার মৈত্রের বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির।
সূত্রের খবর, শনিবার ই-মেল মারফত জাতীয় নির্বাচন কমিশনে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি। নদিয়া জেলা বিজেপি নালিশ ঠুকেছে কমিশনে। শুক্রবারই নদিয়ার জেলাশাসকের অফিসে গিয়ে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। এরপরই নাকি বিরাট কাণ্ড ঘটিয়ে বসেন।
বিজেপির অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরেও তিনি সরকারি গাড়ি চেপেছিলেন। রাজ্য সরকারের স্টিকার দেওয়া ছিল ওই গাড়িতে। রীতিমতো প্রমাণ সহ সেই সংক্রান্ত ভিডিয়ো এবং ছবি সমেত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
শুক্রবার একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য গিয়েছিলেন মহুয়া। কাজ সেরে সরকারি গাড়ি নিয়ে ফিরতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এখানেই বিজেপির অভিযোগ, একজন প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কীভাবে সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন? ভোটের মুখে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির।
আরও পড়ুন: ‘আর সহ্য করা যাচ্ছে না, এত…’, ভোটের মাঝেই ফের বিস্ফোরক TMC বিধায়ক মনোরঞ্জন
এই ঘটনা নিয়ে এখনও মহুয়া মৈত্রর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। লোকসভা ভোটের কিছুদিন আগেই গিয়েছে সাংসদ পদ। আর তারপর থেকে একের পর এক বিপদ লেগেই আছে মহুয়ার কপালে। যদিও তাতে নড়ে যাননি মহুয়া। রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন লড়াইয়ে। প্রচারের ময়দানে তুলছেন ঝড়।