বাংলা হান্ট ডেস্কঃ দরজায় কড়া নড়ছে কলকাতা পুরভোট (KMC Election)। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো। প্রচারের ময়দানে একবিন্দু ফাঁক রাখতে নারাজ কোন দলই। এরই মধ্যে ইস্তাহার প্রকাশ করল বিজেপি (bjp) শিবির। স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা, সংস্কৃতি থেকে শুরু করে দুর্গাপুজো- একাধিক প্রতিশ্রুতি রয়েছে বিজেপির এই ইস্তেহারে।
‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’ নামক এই ইস্তেহারে রয়েছে বিজেপির একাধিক প্রতিশ্রুতি। কলকাতা পুরভোটে জয় আনতে পারলে, সেসব পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির।
দেখে নিন কি কি প্রতিশ্রুতি রয়েছে সেই ইস্তেহারে-
ইস্তেহার অনুযায়ী বিজেপির প্রতিশ্রুতি পুনরুজ্জীবিত করা হবে আদি গঙ্গাকে। সরকারি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে পাড়ায় পাড়ায়। করোনা টিকাকরণ করা হবে বাড়ি বাড়ি গিয়ে। স্মোগ টাওয়ার তৈরি করা হবে ১০ টি, দূষণমুক্ত করা হবে কলকাতাকে। নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা হবে কলকাতায়। সংগীতের শিক্ষাকেন্দ্রে গড়ে তোলা হবে পাড়ায় পাড়ায়। মেট্রো, ট্রেন, ট্রাম, বাসে সওয়ার যাত্রীদের জন্য ইউনিফায়েড কার্ড চালু করা হবে।
দুর্গাপুজোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি শিবির। প্রতিমা তৈরি থেকে বিসর্জন- প্রতিটি ঘটনা তুলে ধরা হবে স্পেশাল জাদুঘরে। সরকারি ট্যুর গাইড থাকবে, যিনি মণ্ডপগুলি ঘুরিয়ে দেখাবেন দর্শণার্থীদের। দুর্গাপুজোর ক্ষেত্রে নেওয়া হবে একাধিক পদক্ষেপ। সেইসঙ্গে কলকাতাবাসীর জন্য ‘হর ঘর জল প্রকল্প’ এবং ‘আম্রুত’ প্রকল্পে মাধ্যমে কলকাতার সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। এইসকল প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে বিজেপির ইস্তেহারে।