বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রামনবমীর (Ramnavami) ধর্মীয় মিছিলে হামলার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। হাওড়ার পরই রবিবার রিষড়ায় (Rishra) অশান্তির ঘটনা ঘটেছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নিশানায় তৃণমূল, ওপর দিকে এদিন পরিকল্পিত ষড়যন্ত্র, সেকথার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মতে এসব কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়।
পঞ্চায়েত ভোটের আগে সোমবার চার দিনের পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) সফরে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই প্রায় তিন লক্ষ মানুষের হাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন বলেন তৃণমূল সুপ্রিমো। এদিন নন্দীগ্রাম লাগোয়া খেজুরিতেও প্রশাসনিক সভা থেকে রিষড়া প্রসঙ্গে মুখ খোলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রশাসনকে (Administration) বলব, ৬ তারিখটা (6th April) খুব সতর্ক থাকুন। ওরা (বিজেপি) আবার দাঙ্গা করার প্ল্যান করতে পারে। তা যাতে করতে না পারে সেটা আমাদের দেখতে হবে।’ ৬ এপ্রিল হনুমান জয়ন্তী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই বজরংবলীকে শ্রদ্ধা করি। কিন্তু দাঙ্গাবাজিকে আমরা সমর্থন করি না।’
এখানেই শেষ নয়, মমতার সংযোজন, ‘হাওড়ায় অনুমতি ছাড়া সংখ্যালঘু এলাকায় মিছিল নিয়ে ঢুকে পড়েছিল। ইচ্ছে করে ওটা করেছিল। রমজান মাসে সংখ্যালঘুরা ফল খায়। সেই ফলের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বন্দুক নিয়ে ডান্স করছে। কালকে রিষড়াতেও একই ঘটনা ঘটেছে।’
এরপর হিন্দুদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাতর আবেদন জানিয়ে বলেন, ‘আমি হিন্দু ভাই-বোনেদের অনুরোধ করব, ওরা সংখ্যালঘু। ওরা যাতে সুরক্ষিত থাকে সেটা আপনাদের দেখতে হবে।’ সবমিলিয়ে রিষড়ায় ঘটনা নিয়ে আক্রমণ, পাল্টা-আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি।