“আমরা দেশপ্রেমী মুসলিমদের বিরুদ্ধে নই”, সংখ্যালঘুদের নিয়ে বড় বয়ান মিঠুন চক্রবর্তীর

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় বেজে গেছে নির্বাচন দামানা। হাতে গোনা মাত্র কয়েকদিন। তারপরেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। শাসক থেকে শুরু করে বিরোধী সকল দলেরই প্রস্তুতি তুঙ্গে। চলছে সভা, কর্মসূচি। এই আবহেই শুক্রবার সকালের বিমানে ত্রিপুরার (Tripura) পাড়ি দিলেন মহাগুরু অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পাখির চোখ ২৩ বিধানসভা নির্বাচন।

এদিন সফরে যাওয়ার কালে মিঠুন চক্রবর্তীকে সংখ্যালঘু স্ট্র্যাটেজি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিজেপি কখনই সংখ্যালঘু বিরোধি ছিল না। ন্যারেটিভ তৈরি করা হয়েছিল বিজেপির বিরুদ্ধে। বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধি, এরকম ইমেজ তৈরি করা হয়েছিল। মার্কেটে একটা ভুল কথা ছাড়া হয়েছিল। এই সমস্তটাই গুজব।”

মিঠুনের সংযোজন,”বিজেপি কখনোই মুসলিমদের বিরোধী নয়। আমরা এখন পর্যন্ত হিন্দুস্তানি মুসলিমদের জন্য চিন্তিত। পশ্চিমবঙ্গের মুসলমান ভাই বোনরা ভালো থাকুক, আমার এটাই চাই।” এরপর ত্রিপুরা নির্বাচনে কেমন ফল আশা করা হচ্ছে প্রশ্ন করা হলে তিনি জানান, “এটা আগাম বলা সম্ভব নয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা পালন করতে যাচ্ছি।”

প্রসঙ্গত, ত্রিপুরার শাসকদল গেরুয়া শিবির। সেই নিয়ে জয়ের দিকে কিছুটা সবুজ সংকেত থাকলেও নির্বাচনে কোনও খামতি রাখতে চায় না পদ্ম বাহিনী। পাশাপাশি নির্বাচনে সক্রিয় ভূমিকায় রয়েছে বিরোধী দল তৃণমূল সহ বামফ্রন্ট, কংগ্রেস। সেইমত নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশের দিনই দলের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীদের ত্রিপুরা সফরে পাঠানোর কথা ঘোষণা করেছিল বিজেপি।

mithun chakraborty

সেই সময় স্বাভাবিকভাবেই ত্রিপুরা সফরের শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে নাম ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর। নাম ছিল বিজেপি নেত্রী লকেট সহ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের নাম। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছিল বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক সুকান্ত মজুমদারের নাম। যা নিয়েও সেই সময় রাজনৈতিক মহলে উঠেছিল সমালোচনার ঝড়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর