হঠাৎ হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল, কী হয়েছে বিজেপি বিধায়িকার? এখন কেমন আছেন

Updated on:

Updated on:

Agnimitra Paul

বাংলা হান্ট ডেস্কঃ জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শহরে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা (BJP MLA)। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

অসুস্থ অগ্নিমিত্রা পাল | Agnimitra Paul

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন অগ্নিমিত্রা পাল। গতকাল থেকে তা বাড়তে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়। বুধবার সন্ধেতে আসানসোল থেকে ফেরেন তিনি। সেখানে একাধিক কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেনা তিনি। বুধবার সন্ধেতেই কলকাতায় ফিরে আসেন বিজেপি নেত্রী। অসুস্থতা বোধ করায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শুক্রবার নরেন্দ্র মোদীর সভা রয়েছে। সেখানে থাকার কথা ছিল অগ্নিমিত্রার। তবে তার আগেই বিপত্তি। শুক্রবারের মধ্যে অগ্নিমিত্রা হাসপাতাল থেকে ছাড়া পাবেন কী না তা জানা যায়নি। এই পরিস্থিতিতে মোদীর জনসভায় বিধায়িকার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে মমতার শ্রমশ্রী প্রকল্প চালু, তোড়জোড় নিচুতলায়, ময়দানে নামছে শ্রম দফতর

হাসপাতাল সূত্রে খবর, বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ডক্টর সুস্মিতা চৌধুরীর পর্যবেক্ষণে রয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। খবর মিলছে, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হতে পারে অগ্নিমিত্রা পালকে।