বাংলায় থাকতে চান না BJP বিধায়ক! তৃণমূল বলল ‘এটাই দ্বিচারিতার প্রমাণ’

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় থাকতে চান না বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnuprasad Sharma)। বঙ্গ ভাগের দাবি বহুবার সামনে এনেছেন বিজেপির একাধিক নেতা থেকে শুরু করে বিধায়ক সাংসদরা। এই দাবির অবস্থানকে স্পষ্ট করতে বলেছিলেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। তার ঠিক ৪৮ ঘন্টার মধ্যেই বিজেপি বিধায়কের এই মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা।

শুক্রবার বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘এই নিয়ে আমার অবস্থানে কোনও বদল হয়নি। আমি বাংলায় থাকতে চাই না।’ সেই সঙ্গেই জিটিএ পাহাড়ের স্বপ্ন পূরণ করতে পারবে না বলেও সুর চড়ান তিনি। আর বিধায়কের এই মন্তব্যকে ঘিরেই ফের বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব শাসক দল। যদিও বিষ্ণুপ্রসাদ শর্মার মন্তব্যে সায় দেয়নি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

বিজেপির মত কী?‌ বিজেপি বিধায়কের রাজ্যভাগের মন্তব্যের পর তা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, বিধানসভায় এই নিয়ে ইতিমধ্যেই একটি প্রস্তাব গ্রহণের উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘ উনি ভেবে দেখুন কোথায় থাকবেন। বিজেপি রাজ্য ভাগ চায় না। দল নীতির ভিত্তিতে চলে, ব্যক্তির চাওয়া না চাওয়ায় নয়।’’

পাশাপাশি একদিন আগেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে তিনি বলেন, ‘কে রাজ্য ভাগ চায়? বিজেপি রাজ্য ভাগ চায় না। আমরা কখনও সে কথা বলিনি।’ বিধায়কের মন্তব্যে শীর্ষ নেতৃত্ব সায় না দিলেও এই নিয়ে বিজেপিকে তুমুল কটাক্ষ করেছে তৃণমূল।

bjp tmc

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘সব ক্ষেত্রে মুখে এক কথা আর কাজে আর একটা। ঝুলি থেকে বেড়াল বার করে দিয়েছেন ওদেরই বিধায়ক। এটাই বিজেপির দ্বিচারিতার প্রমাণ।’’ যদিও বিষ্ণুপ্রসাদ পরে বলেন, “প্রস্তাব এলে আমার অবস্থান আরও একবার স্পষ্ট করে জানিয়ে দেব। পাহাড়ের মানুষ জিটিএ চায় না। জিটিএ পাহাড়ের স্বপ্নপূরণ করতে পারবে না।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর