করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন বিজেপির বিধায়ক, এবার চাইছেন ফেরত!

বাংলা হান্ট ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনার কারণে গোটা দেশে লকডাউন জারি আছে। আর এই সঙ্কটের সময়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে অনেক বিধায়ক, সাংসদ নিধি থেকে টাকা দিয়েছিলেন, কিন্তু যখনই সঙ্কটকালে আরও অর্থ যোগানের জন্য সাংসদ, বিধায়কের নিধি থেকে পয়সা কেটে নেওয়ার প্রস্তাব দেয় সরকার তখন বিধায়ক আর সাংসদেরা নিজেদের নিধির পয়সা ফেরত নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

প্রথমে বিজেপির (BJP) এমএলসি সমেত চার বিধায়ক এবং বহুজন সমাজ পার্টির একজন বিধায়ক চিঠি লিখে নিধির টাকা ব্যাবহার না করার আবেদন করেন। এবার উত্তর প্রদেশের হরদই জেলার বিজেপির বিধায়ক নিজের ২৫ লক্ষ টাকা ফেরত চেয়েছেন। ওনার হিসেবে ওনার দ্বারা দেওয়া টাকা সঠিক কাজে ব্যবহৃত হচ্ছে না।

করোনার বিরুদ্ধে সঙ্কটের সাথে লড়াই করার জন্য উত্তর প্রদেশের হরদই জেলার গোপামউ থেকে বিজেপি (BJP) বিধায়ক শ্যাম প্রকাশ (Shyam Prakash) নিজের বিধায়ক নিধি থেকে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। এবার উনি ওই টাকা ফেরত চাইছেন। উনি এর জন্য একটি চিঠি লিখে হরদই জেলা প্রশাসনের কাছে টাকা ফেরত চেয়েছেন।

bjp mla
বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ

আপনাদের জানিয়ে দিই, করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য উত্তর প্রদেশের এই বিজেপির বিধায়ক নিজের বিধায়ক ফান্ড থেকে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু এবার বিজেপির এই বিধায়ক জেলা প্রশাসনের কাছে চিঠি লিখে ওনার দেওয়া টাকা ঠিক মতো ব্যাবহার হচ্ছেনা বলে জানান, এবং আবেদন করেন যে ওনার টাকা যেন ফেরত দিয়ে দেওয়া হয়।

ওনার এই চিঠির পর জেলা প্রশাসনে বড় বিপাকে পড়েছে। কারণ স্বাস্থ বিভাগকে আগেই ওনার দেওয়া টাকা থেকে ৬০ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে। এবার ওনার এই পয়সা কিভাবে ফেরত দেওয়া হবে, সেই নিয়ে গভীর চিন্তায় প্রশাসন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর