বাংলা হান্ট ডেস্ক: বঙ্গ বিজেপিতে (BJP) ফের ভাঙন! তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়া (Bankura) জেলার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার (Harakali Pratihar)। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে বৃহস্পতিবার সন্ধে ৬টা ৪৭ মিনিটে হরকালীর যোগদানের ছবি প্রকাশ করা হয়। তাঁকে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তরীয় পরিয়ে তৃণমূলে স্বাগত জানানো হয় হরকালীকে।
তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক হরকালী প্রতিহার আমাদের সঙ্গে হাত মেলালেন। এই পদক্ষেপ মা-মাটি-মানুষের প্রতি অটল আদর্শকে শক্তিশালী করার জন্য এক দৃঢ় পদক্ষেপ। তৃণমূল কংগ্রেস পরিবারে আন্তরিকভাবে তাঁকে আমরা স্বাগত জানাই।’
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে (Assembly Election) ৭৭টি আসন বিজেপি পেলেও তা ধরে রাখতে পারিনি গেরুয়া শিবির। একে একে প্রচুর বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলেন হরকালীও।
হরকালী প্রতিহারকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এমনকী, তিনি অভিষেকের ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসেও নাকি আসেন তিনি। অবশেষে সব জল্পনার অবসান হল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হরকালী। যোগদানের পর তিনি বলেন, ‘বাংলা মানুষের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন, সেই উন্নয়নে শামিল হতে চেয়েছিলাম আমি। বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার নানাভাবে বঞ্চিত করছে। ১০০ দিনের টাকা, আবাসের টাকা নিয়ে বঞ্চনা করছে। তার প্রতিবাদ জানিয়ে আমি তৃণমূলে (TMC) যোগ দিলাম।’