আচমকাই তৃণমূলের মহাসচিবের বাড়িতে হাজির বিজেপি বিধায়ক! বাড়ছে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ দিকে দিকে বিজেপির নেতাদের বেসুরো হতে দেখা যাচ্ছে। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে বিজেপির অনেক বিধায়করা উল্টো পথে হাঁটছেন। ইতিমধ্যে কয়েকজন বিধায়ককে নিয়ে জোর জল্পনারও সৃষ্টি হয়েছে। আর এরই মধ্যে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়ে জল্পনা বাড়ালেন বিজেপির আরও এক বিধায়ক। যদিও রাজ্যের প্রধান বিরোধী দলের বিধায়কের দাবি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল মাত্র।

সোমবার সন্ধ্যে বেলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন বিজেপির বিধায়ক মনোজ টিগ্গা। দুজনের মধ্যে অনেকক্ষণ কথাবার্তাও চলে। আচমকাই তৃণমূলের মহাসচিবের বাড়িতে বিজেপি বিধায়কের উপস্থিতি রাজ্য রাজনীতিতে জল্পনার সৃষ্টি করে। তাহলে কি এবার বিজেপি ছাড়ছেন মনোজবাবু?

যদিও সমস্ত জল্পনায় জল ঢেলেছেন স্বয়ং বিধায়ক। তিনি বলেছেন, ‘সদ্য ওনার মাতৃবিয়োগ হয়েছে, আর সেই কারণেই সাক্ষাৎ করতে আর সমবেদনা জানাতে এসেছিলাম। বিরোধী হলেও মানুষতো। এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

বলে রাখি, এর আগে বিজেপির নেতা তথা ডোমজুড়ের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে গিয়ে জল্পনা বাড়িয়েছিলেন। যদিও, তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে, ‘এটা নিয়ে জল্পনার কিছুই নেই। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল মাত্র।” কিন্তু ওনার এই বয়ানেও জল্পনার অবসান ঘটেনি। কারণ উনি বেশ কদিন ধরেই বেসুরো গাইছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি বিস্ফোরক পোস্টও করেছিলেন বিজেপির বিরুদ্ধে।


Koushik Dutta

সম্পর্কিত খবর