বাংলাহান্ট ডেস্ক : লাগাতার বৃষ্টির জেরে শহর কলকাতার অনেক রাস্তাই জলের তলায়। একই রকম জলযন্ত্রণার ছবি দেখা যাচ্ছে শহরতলিতেও। বৃষ্টি থামলেও জমা জলের সমস্যা লেগেই রয়েছে। এবার জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষ।
চাকদার জলে ডোবা রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ বিজেপির (BJP)
চাকদার রাস্তায় জমা জলের মধ্যেই প্রতিবাদের ঢেউ তুললেন বিজেপি (BJP) বিধায়ক। জমা জলেই সাঁতার কাটলেন তিনি। সঙ্গে ছিল আরও কয়েকশো দলীয় কর্মী সমর্থক। ওই রাস্তার পাশেই রয়েছে বাসস্ট্যান্ড, হাসপাতাল থেকে স্কুল, থানা, পুরসভাও। অথচ এমন গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়। রাজ্য সড়কে প্রায় হাঁটু জল। সেই জল ঠেলেই প্রতি দিন কাজে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা: বিজেপি (BJP) বিধায়ক এদিন বলেন, প্রায় দেড় লক্ষ মানুষের যাতায়াত এই রাস্তায়। নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। এই গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতির জন্য প্রশাসনের সর্বস্তরে তিনি কথা বলেছেন বলে জানান বিধায়ক (BJP) বঙ্কিম ঘোষ। কথা বলেছেন দফতরের মন্ত্রীর সঙ্গেও। কিন্তু তারপরেও কাজ হয়নি কোনও।
আরও পড়ুন : ভোগান্তির দিন শেষ, নির্দিষ্ট রুটের ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম, বড় উদ্যোগ শিয়ালদহ স্টেশনে
কী বললেন বিজেপি বিধায়ক: বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘এখানের দায়িত্বে আমি নেই। যেখানে দায়িত্বে ছিলাম সেখানে রাস্তা করে দিয়েছি। আমার কাজ এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আমি সেই কাজ ধারাবাহিকভাবে করছি। সাধারণ মানুষও নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রতিবাদে সরব হন। দ্রুত অবস্থার উন্নতি না হলে বৃহত্তর প্রতিবাদের সুরও চড়িয়েছেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবারই স্থানীয় বাম নেতৃত্ব ওই জমা জলে নৌকা নামিয়ে প্রতিবাদ করেছিল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ডুবে যাওয়া রাজ্য সড়কে ধানের চারা পুঁতে, মাছ ধরে প্রতিবাদ করেছিল তারা। তারপর দিনই আসরে বিজেপি। যদিও এর মধ্যে রাজনীতি খুঁজতে নারাজ বিজেপি বিধায়ক। তাঁর কথায়, বিরোধী দল হিসেবে সাধারণ মানুষের স্বার্থে তাদের সুবিধা অসুবিধা সরকারের কাছে তুলে ধরছেন তাঁরা। তাঁদের দাবি এক। এর মধ্যে কোনও রাজনীতি নেই।