বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সেইমত জোর প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে তোড়জোড়, আর তার সথেই পাল্লা দিয়ে চলছে দল বদলির খেলা। এরই মধ্যে এবার মঙ্গলবার সন্ধে থেকে কানাঘুষো শুরু হয়েছে এক তারকা-সহ দুই বিজেপি বিধায়ক নাকি যোগ দিতে চলেছেন তৃণমূলে। আর সেই খবর এদিক-ওদিক হতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন দুই বিজেপি বিধায়ক (BJP MLA) শংকর ঘোষ (Shankar Ghosh) ও হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
কী জানা যাচ্ছে? সূত্রের খবর মঙ্গলবার, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) দফতরে তাঁর সঙ্গে দেখা করতে যান দুই বিজেপি বিধায়ক। তাঁদের মধ্যে বিজেপির এক তারকা বিধায়কও ছিলেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী করতে তাঁরা সেখানে গিয়েছেন? সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ অভিষেকের সাথে তাঁদের কথা হয়। এরপরেই জানা যায়, দলবদলের জন্যই এই সাক্ষৎ-কথাবার্তা। ভোটপূর্বে এই খবর সামনে আসাতে জোর অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে এই দুই বিধায়ক কে কে, তা নিয়ে রাজনীতির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। এই আবহেই মঙ্গলবার রাতে হঠাৎ ফেসবুক লাইভে আসেন
উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা তথা বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর দাবি , অনেকেই তাঁকে ফোন করছেন। তিঁনিও দলবদল করবেন বলে নাকি খবর ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
ঠিক কী বললেন বিজেপি বিধায়ক? এদিন শংকর ঘোষ বলেন , “বারংবার করে এই ধরনের খবর প্রচার করে আমার ইমেজ নষ্ট করা হচ্ছে। দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এই ধরনের নোংরা কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাদের স্বার্থসিদ্ধির জন্য বারবার করে এই ধরনের খবর প্রচার করা হচ্ছে সেটাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করছি।” পাশাপাশি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির শংকর ঘোষ।
https://www.facebook.com/watch/?v=1112874892717731
অন্যদিকে এদিন রাতেই, নিজের টুইটার থেকে বেশ কয়েকটি ছবি টুইট করে বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সকলকে জানান দেন, বর্তমানে গ্লোবাল সামিটে যোগ দেওয়ার জন্য মধ্যপ্রদেশে রয়েছেন তিঁনি। তবে কী ঘটনায় তারকা বিধায়কের কথা উঠে আসতেই তড়িঘড়ি নিজের অবস্থান জানলেন হিরণ? এমনটাই কিন্তু আশঙ্কা করছে ওয়াকিবহল মহলের অধিকাংশ।