বাংলা হান্ট ডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘার বুকে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির (Jagannath Temple)। এই নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই মন্দির বানিয়ে আদতে পুরী ধামকে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। উদ্বোধনের দিন মন্দির চত্বরে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। এই নিয়ে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করেই শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকে দেখান’। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেতা।
মুখ্যমন্ত্রীকে পাল্টা কী চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু (Suvendu Adhikari)?
বুধবার দুপুরে এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক। ক্যাপশনে লেখা, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, গতকাল বিধানসভায় আপনি দিঘার জগন্নাথ ‘মন্দির’ নিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ও আমার ‘বুকের পাটা’ সংক্রান্ত মন্তব্য করার ঔদ্ধত্য দেখিয়েছেন। যেহেতু আপনি দাবি করছেন যে, সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান, পুরীর জগন্নাথ ধামের অনুকরণ করে ‘মন্দির’ নির্মাণ করছেন, দিঘায় তীর্থক্ষেত্র স্থাপন করার উদ্দেশ্যে, তাই আমি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি আপনার ‘বুকের পাটা’ থাকে, তাহলে…’।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, গতকাল বিধানসভায় আপনি দিঘার জগন্নাথ ‘মন্দির’ নিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ও আমার “বুকের পাটা” সংক্রান্ত মন্তব্য করার ঔদ্ধত্য দেখিয়েছেন।
যেহেতু আপনি দাবি করছেন যে, সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান; পুরীর জগন্নাথ ধামের অনুকরণ করে… pic.twitter.com/y0xBqgoc8v
— Suvendu Adhikari (@SuvenduWB) February 19, 2025
এরপরেই মমতার উদ্দেশে দু’টি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘এক, আজই নির্দেশ দিন, সরকারি অর্থ ব্যয় করে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সরকারি নথিতে ‘জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র’ শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে, তা বদলে ‘শ্রীশ্রী জগন্নাথ মন্দির’ করে দেওয়া হোক। WBHIDCO এর টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের নথি, যা আমি সংযুক্ত করেছি, সেখানে যেন এই পরিবর্তন লক্ষ্য করা যায়’।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন? কবে থেকে টাকা পাঠাবে সরকার? ঝটপট জানুন
এর পাশাপাশি শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মাবলম্বী মানুষের প্রবেশাধিকার নেই। মন্দিরের সিংহদ্বারের কাছে পাথরের ফলকে হিন্দি, বাংলা, ওড়িয়া সহ পাঁচটি ভাষায় প্রবেশ সংক্রান্ত নির্দেশাবলী লেখা রয়েছে বলে দাবি করেন তিনি। সেই ছবি নিজের পোস্টেও তুলে ধরেছেন বিজেপি নেতা।
এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপি (BJP) বিধায়ক লিখেছেন, ‘আপনিও নির্দেশ দিন উৎকলের শ্রীক্ষেত্র, পুরীর জগন্নাথ ধামের মতোই দিঘাতেও ‘মন্দিরের’ প্রধান দ্বারের পাশে ফলক লাগানো থাকবে যে ‘হিন্দু ব্যতীত অন্য কোনও ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নিষেধ”’।
সবশেষে একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতাকে হারানোর কথা স্মরণ করিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, ‘আপনি আমার ‘বুকের পাটা’ নিয়ে মন্তব্য করেছেন, তাই আপনার জ্ঞাতার্থে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই যে, আপনি যখন ২০২১ সালে নন্দীগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন, তখন ‘বুকের পাটা’ ছিল বলেই ১৯৫৬ ভোটে আপনাকে হারিয়েছিলাম। চ্যালেঞ্জ গ্রহণ করুন ও এই দুটি কাজ করে দেখান, তবে বুঝব আপনার ‘বুকের পাটা’ আছে এবং চাপে পড়ে ‘বক ধার্মিক’ সাজছেন না’।