বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশ (Bangladesh) পরিস্থিতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফের একবার কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। ওপার বাংলার একাধিক নেতার নানান হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্পষ্ট বললেন, ওরা এখনও ভারতের ‘তাকত’ সম্বন্ধে জানে না।
বাংলাদেশকে আক্রমণ শানিয়ে বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)!
বাংলাদেশ ইস্যুর আঁচ এপার বাংলাতেও এসে পড়েছে। এই নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। এবার যেমন ফের একবার এই নিয়ে সরব হলেন তিনি। দাবি করলেন, ওপার বাংলাকে জবাব দেওয়ার জন্য ভারতের ৫টি ড্রোনই কাফি!
শুভেন্দু (Suvendu Adhikari) এদিন বলেন, এখন আর ট্যাঙ্কে, বন্দুকে যুদ্ধ হয় না। ম্যান পাওয়ার লাগে না। ভারতবর্ষ শুধু ৫টা ড্রোন পাঠাবে। ওরা এখনও ভারতের তাকত সম্বন্ধে জানে না। মূর্খগুলো, অশিক্ষিতগুলো। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ, ধপাধপ, ধপাধপ!
আরও পড়ুনঃ ধোপে টিকল না মসজিদ পক্ষের যুক্তি! মথুরা জমিবিবাদ মামলায় বড় খবর! কী বলল সুপ্রিম কোর্ট?
উল্লেখ্য, বাংলাদেশ ইস্যুতে এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। গত বছর ডিসেম্বর মাসের প্রথম দিকে বসিরহাটের নাকুয়াদহ হাজরাতলা মোড়ের প্রতিবাদ সভা থেকে যেমন এই নিয়ে সুর চড়িয়েছিলেন শুভেন্দু। বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির তরফ থেকে এখানে প্রতিবাদ সভা আয়োজিত হয়েছিল। বাংলাদেশের বুকে সংখ্যালঘু হিন্দুরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন, সেটি বন্ধের দাবিতে এই সভার আয়োজন করা হয়। হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের বুকে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলেও প্রতিবাদ জানানো হয়েছিল।
সেই সভায় শুভেন্দু (Suvendu Adhikari) বলেছিলেন, মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নববর্ষে সিনেমা দেখাব। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ, এক নিশান, এক বিধান, ৩৭০-এর বিলোপ করে কাশ্মীরের বুকে ভারতের পতাকা উড়িয়েছেন। এবার হিন্দুদের ধর্ম রক্ষার কমিটি তৈরি করার সময় এসেছে। এই কমিটি তৈরি করতে হবে। এই লড়াই বাঁচার লড়াই।