‘ব্লিচিং-ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেব’, বাগদেবীর কাছে শপথ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি তো চলছেই। সামনে পঞ্চায়েত ভোট (Panchayat Election) এবং লোকসভা ভোট (Lok Sabha Election) থাকায় রাজনৈতিক দলগুলি নিজেদের সাফাই দিতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। এদিকে, শিক্ষক দুর্নীতিতে রাজ্য জুড়ে গ্রেপ্তার এসএসসি-র একাধিক অফিসার, পাশাপাশি জোরকদমে চলছে তদন্ত। এর মধ্যেই একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি (BJP) দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শাসক দলের খামতি এবং অবস্থা নিয়ে সরব তিনি।

ঠিক কী বলেছেন তিনি? তিনি রাজ্যের শিক্ষক দুর্নীতি এবং সরস্বতী পুজোর কথা মাথায় রেখেই বলেন যে, “গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন শিক্ষা এবং শিক্ষক এই দুটি কথারই চরম অসম্মান করা হয়েছে। এবং শিক্ষক আমাদের জীবনের প্রথম গুরু। তাঁকে দেখলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করে তাঁকে সম্মান জানাই। তিনি আমাদের কোনটি ঠিক কোনটি ভুল তা বুঝিয়ে দেন, তিনি আমাদের পথ প্রদর্শক। আর আজ শিক্ষকদের মধ্যেই আমাদের কে ঠিক আর কে ভুল তা বাছাই করতে হচ্ছে। যতসব অশিক্ষিতরা এখন শিক্ষকের পদ গ্রহণ করেছেন।”

তিনি রাজ্যের শাসক দলকে আরও কটাক্ষ করে বলেন যে, “রাজ্যের গত শিক্ষা মন্ত্রীই এখন জেলে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? যারা এই শিক্ষক পদের যোগ্যই নয়, তাদের থেকে মোটা অংকের টাকা নিয়ে চাকরি দেওয়া হলো, আর যারা প্রকৃত শিক্ষিত তাদের কোনো চাকরি নেই।” একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সংযোজন, “ক্লাস ফাইভ পাশ করে স্কুলে অংকের শিক্ষক হয়েছেন। এ লজ্জা রাখার জায়গা নেই। গোটা শিক্ষা দফতরটা জেলের ভিতরে। সাদা খাতা জমা দিয়ে ৭০ হাজার চাকরি পেল। আর মেধা যুক্ত কর্মপ্রার্থী, শিক্ষিতরা বঞ্চিত হল’।”

Suvendu Adhikari

তিনি মা সরস্বতীকে প্রণাম জানিয়ে বলেন যে, এই রাজ্য থেকে মা যেন তাঁর আশীর্বাদের হাত না তুলে নেন। এই অশিক্ষিত, নির্লজ্জ সরকারকে দেখে মা যেন রাজ্যের যাবতীয় যারা শিক্ষিত এবং মেধাবী মানুষ ও ছাত্রছাত্রী আছে তাদের ছেড়ে না চলে যান। তাঁরা ক্ষমতায় আসলে সব আগের মতো করে দেবেন। প্রয়োজন পড়লে তাঁরা ব্লিচিং, ফিনাইল দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দেবেন এই রাজ্যের যত জঞ্জাল আছে। এই বৃহস্পতিবার সরস্বতী পুজো উপলক্ষে নন্দীগ্রামের একটি সভায় তিনি এই মন্তব্য রেখে ছিলেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর