বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুই হেভিওয়েটের লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন বিজেপি (BJP) নেতা। তৃণমূল নেত্রীকে পরাজিত করে নন্দীগ্রামে পদ্ম ফোটান তিনি। বিগত চার বছরে সেখানে কী কী উন্নয়ন করেছেন, এবার তার খতিয়ান তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা।
শিক্ষা থেকে স্বাস্থ্য, নানান খাতে বিপুল উন্নয়ন শুভেন্দুর (Suvendu Adhikari)!
বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা ভোট। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে ‘উন্নয়নের খতিয়ান ২০২১-২০২৫’ নামক সরকারি প্রকাশনায় নন্দীগ্রাম বিধানসভা অঞ্চলে বিগত ৪ বছরে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে সেটার বিশদ খতিয়ান তুলে ধরেছেন শুভেন্দু। নন্দীগ্রামের জন্য কী কী প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলির জন্য কত খরচ, তার বাস্তাবায়ন ও জনসাধারণের ওপর সেগুলির ইতিবাচক প্রভাবের বিস্তারিত তথ্য তাতে তুলে ধরা হয়েছে।
এই খতিয়ান পেশ করে বিজেপি বিধায়কের দাবি, ‘উন্নয়নই আমার একমাত্র রাজনীতি। নন্দীগ্রামের (Nandigram) মানুষের জন্য প্রত্যেকটি স্তরে কাজ করেছি ও আগামীদিনেও করব’। এই প্রতিবেদন বলছে, কৃষি, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, যোগাযোগ ও পরিকাঠামো- বিগত চার বছরে একাধিক ক্ষেত্রে ঢালাও উন্নয়ন হয়েছে।
আরও পড়ুনঃ ২.৫ কোটি ঘুষ চেয়েছিলেন! টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা, গ্রেফতার ‘এই’ বিধায়ক
নন্দীগ্রাম কৃষিকাজ নির্ভর এলাকা। সেখানে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, ‘নতুন রাস্তায় নতুন ধান’ প্রকল্পের দ্বারা উৎপাদন বৃদ্ধি, কৃষকদের সাহায্যে আধুনিক কৃষিকাজ পদ্ধতির প্রশিক্ষণ সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গেই স্বাস্থ্যখাতেও একাধিক উন্নয়ন হয়েছে। নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আধুনিকীকরণ, গ্রামীণ হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা সরঞ্জাম সংযোজন, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা সহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার ক্ষেত্রে স্মার্ট ক্লাসরুম চালু করা, বেঞ্চ, ডেস্কের সরবরাহ, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য হুইলচেয়ার, স্টাডি কিট দেওয়া, নানান সরকারি প্রকল্পের টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া সহ নানান উদ্যোগ গৃহীত হয়েছে। সেই সঙ্গেই যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়ন, ক্রীড়াক্ষেত্রে একাধিক উদ্যোগ, পানীয় জল ও নিকাশির ক্ষেত্রেও উন্নয়ন সাধিত হয়েছে।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করেন এই নেতা। এবার বিগত চার বছরে সেখানে কী কী উন্নয়ন করেছে তা তুলে ধরলেন তিনি।