২০ হাজার সংক্রমণে কোনও তৃণমূলী গ্রেফতার নয়, বিজেপির বেলায় নিয়ম দেখাচ্ছে! তোপ শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার দুপুর ১ টা নাগাদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির (bjp) রাজ্য দফতর থেকে শুরু হয় বিজেপির কলকাতা পুরসভা অভিযান। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সপ্তাহের প্রথম দিনই জোরালো তৎপরতার সঙ্গে অভিযানে সামিল হয়েছিল গেরুয়া শিবির।

কলেজ স্ট্রিট থেকে ওয়েলিংটন যাওয়ার রাস্তা আগে থাকতেই ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। যার ফলে গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক দিয়ে যাত্রা করে পদ্ম শিবির। কিন্তু দুপুর সওয়া একটা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউতেই ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ।

পুলিশের সঙ্গে কিছুক্ষণ হাতাহাতি হওয়ার পর একটি বাস এনে বিজেপি নেতা-কর্মীদের আটক করে পুলিশ বাহিনী। এদিন গ্রেফতার করা হয় বিজেপি নেতা সায়ন্তন বসু, নিখিলরঞ্জন দে, অগ্নিমিত্রা পল, রীতেশ তিওয়ারিকেও। যাদের বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছে। এই হাতাহাতির সময় পুলিশের বিরুদ্ধে তাঁর বুকে আঘাত করার অভিযোগ এনেছেন দিনহাটার বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।

বিজেপির এই কলকাতা পুরসভা অভিযান ভেস্তে দেওয়ায় কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘বাংলায় যখন করোনা সংক্রমণের সংখ্যা ২০০০০ হয়ে দাঁড়িয়েছিল দিন প্রতি, সেইসময় সরকার গত ১৬ ই মে থেকে করোনা বিধি নিষেধ জারি করে। যেখানে সমস্তরকম রাজনৈতিক কর্মসূচী বাতিল করা হয়েছিল’।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘কিন্তু ১৭ ই মে নারদ মামলায় রাজ্যের ৪ হেভিওয়েট গ্রেফতার হতেই, নিজাম প্যালেসের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল শিবির। কিন্তু এখন সংক্রমণের মাত্রা অনেক কম থাকা সত্ত্বেও, বিজেপির পুরসভা অভিযান থেকে গেরুয়া শিবিরের কর্মীদের আটক করা হল। নিয়ম নীতি কি শুধু বিজেপির জন্যই?’

সম্পর্কিত খবর

X