IPL-কে আরও জনপ্রিয় করে তুলতে দুর্দান্ত পদক্ষেপ নিল বিসিসিআই, জেনে নিন কি বদল হতে চলেছে

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ। তবে আইপিএলের জনপ্রিয়তা আরও বাড়াতে চায় বিসিসিআই। সেই কারণে আগামী বছরের আইপিএল নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা ঠিক করে ফেলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কেমন হবে আগামী বছর আইপিএল? কয়টি দলের অন্তর্ভুক্তি ঘটবে? ক্রিকেটারদের বেতন কি বৃদ্ধি পাবে? কিভাবে পরিচালনা হবে পুরো টুর্ণামেন্ট? সবকিছু জানিয়ে দিলে বিসিসিআই।

আগামী বছর আইপিএল-এ যে দুটি নতুন দল আসতে চলেছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। এই বছরের আগস্ট মাস নাগাদ টেন্ডার ছাড়বে বিসিসিআই। তারপর দুটি দলকে বেছে নেওয়া হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিডিংয়ের জন্য চারটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে কলকাতার একটি নামি সংস্থাও রয়েছে।

ipl final 1

এছাড়াও নিলামে প্রত্যেক দলের খরচ 85 কোটি টাকা থেকে বাড়িয়ে 90 কোটি টাকা করে দেওয়া হল। এই টাকার অন্তত 75 শতাংশ টাকা প্রত্যেক দলকে খরচ করতেই হবে। পরবর্তী বছর গুলিতে এই টাকা 95 কোটি এবং 100 কোটি টাকা করা হবে।
বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, এই বেতন বৃদ্ধির ফলে আরও নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং বড় বড় খেলোয়াড়রা আরও বেশি করে নিজেদের মেলে ধরতে পারবেন।

1622274552 ipl trophy

যেহেতু পরের বছর মেগা নিলাম রয়েছে সেই কারণে আইপিএলের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি অন্তত চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এর মধ্যে দুজন ভারতীয় এবং দুজন বিদেশি অথবা তিনজন ভারতীয় একজন বিদেশী হিসাবে খেলোয়াড়দের ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর