পাকিস্তানের মতো বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক! দীপু দাস হত্যার প্রতিবাদে কেন্দ্রের কাছে বিশেষ অনুরোধ বিজেপি বিধায়কের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) আবারও চরমে বিক্ষোভ। সংখ্যালঘু দীপু দাসের নৃশংস মৃত্যুকে ঘিরে এপারেও তীব্র হয়ে উঠেছে নিন্দার ঝড়, সেই সময়ই আবারও ভারত বিরোধিতার ধুয়ো তুলল বাংলাদেশ। সম্প্রতি ভারতের ‘সেভেন সিস্টার্স’ দখলের হুমকি দিতে শোনা গিয়েছিল বাংলাদেশের এক এনসিপি নেতাকে। এবার এ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই সঙ্গে প্রতিবাদে মুখর হতে দেখা গেল বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকেও।

বাংলাদেশ (Bangladesh) কাণ্ড নিয়ে সরব বিজেপি বিধায়ক

বাংলাদেশে সংখ্যালঘু দীপু দাসের হত্যার প্রতিবাদে বুধবার জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল সনাতনী ঐক্য মঞ্চের তরফে। সেখান থেকেই এদিন বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হন বিধায়ক অশোক কীর্তনিয়া।

BJP MLA wants surgical strike im Bangladesh

বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার বার্তা: প্রতিবাদে সুর চড়িয়ে তিনি বলেন, ইউনূসকে শিক্ষা দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বাংলাদেশের সনাতন হিন্দুদের পাশে আছে। সেই বার্তাই দিতে চাইছেন তাঁরা। তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির আরেক বিধায়ক অসীম সরকারও।

আরও পড়ুন : ঘোর বিপর্যয়, একটি-দুটি নয়, একসঙ্গে সমস্ত সিরিয়াল বন্ধ এই চ্যানেলের!

সার্জিক্যাল স্ট্রাইকের দাবি: কটাক্ষ শানিয়ে বিধায়ক বলেন, পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বাংলাদেশেও (Bangladesh) সেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করুক ভারত সরকার। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক বলে মন্তব্য করেন বিধায়ক অসীম সরকার।

আরও পড়ুন : সমস্যা দিয়ে শুরু নতুন বছর, একাধিক গুরুত্বপূর্ণ রুটে ১৮ টি লোকাল বাতিলের ঘোষণা রেলের

এখানেই না থেমে ব্যঙ্গের সুরে তিনি বলেন, কুজোরও কিন্তু চিৎ হয়ে শোওয়ার ইচ্ছা হয়। কেন্দ্রীয় সরকারের তাই উচিত এখনই আর বাড়াবাড়ি করতে না দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা। প্রসঙ্গত, সম্প্রতি বিরোধী দলনেতাও বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। বাংলাদেশকে ছোট পিঁপড়ের সঙ্গে তুলনা করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, অপারেশন সিঁদুরের সময়ের দু একটি ড্রোন ছেড়ে দিলেই তাদের দাপাদাপি বন্ধ হয়ে যাবে।