বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) নিজেদের জমি শক্ত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল (tmc) বাহিনী। বিগত কয়েকমাস ধরেই দেখা যাচ্ছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের যাতায়াত বেড়েছে ত্রিপুরায়। এমনকি সেখানে নানা হামলার মুখোমুখি হয়েও, বাঁধ মানছে না সবুজ শিবির। জারি রেখেছে জায়গা দখলের লড়াই।
তবে এরই মধ্যে আবার কানাঘুষো শোনা যাচ্ছে, ত্রিপুরা থেকে কলকাতায় (kolkata) পা রেখেছেন প্রথম সারির বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং বৈঠকও করেছেন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে পাকা কোন খবর পাওয়া যায়নি। তবে সূত্রের খবর বলছে, আগরতলার বিধায়ক সুদীপ রায়বর্মন, বরদোয়ালির বিধায়ক আশিষ সাহা এবং সুরমার বিধায়ক আশিষ দাসরা কলকাতায় পা রেখেছেন।
এবিষয়ে কোন পক্ষই অবশ্য এখনও অবধি মুখ খুলতে নারাজ। তবে ত্রিপুরায় বিজেপির অন্দরে টালমাটাল অবস্থা শুরু হয়ে গিয়েছ বলে খবর। সূত্রের খবর, মুখে প্রকাশ না করলেও, দলের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। আগরতলা শহরের অভয়নগরের এক বিজেপি নেতা সম্প্রতি বলেছেন, ‘অবিশ্বাসের একটা দোলাচল শুরু হয়েছে দলের মধ্যে। কেউ কাউকে ঠিক করে বিশ্বাস করতে পারছেন না’।
অন্যদিকে বিজেপি বিধায়কদের কলকাতায় আসার বিষয়ে অস্বীকার করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কই আমি তো এবারে কিছুই জানি না। তবে দুটো কথা বলতে পারি- ত্রিপুরায় বিজেপি সরকারের মেয়াদ সম্পূর্ণ করা খুবই মুশকিল। আর তৃণমূল সময়ের আগেই সরকার ফেলতে চায় না। নির্বাচনে জয় নিয়েই ক্ষমতায় আসতে চায়’।