বিজেপি বিধায়কের দুর্দান্ত পারফরম্যান্স, দ্বিতীয় স্বর্ণপদক জয় জাতীয় চ্যাম্পিয়নশিপে

বাংলাহান্ট ডেস্কঃ ৬৪ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে নিজের পারফরম্যান্স দুর্দান্ত রেখেছেন বিজেপি (bjp) বিধায়ক শ্রেয়সী সিং (shreyasi singh)। রবিবার পাতিয়ালায় অনুষ্ঠিত ডাবল ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছেন শ্রেয়সী সিং। তাঁর এই সাফল্যে গর্বিত গোটা বিহার। দশ দিন আগে মহিলাদের একটি ইভেন্টে বিহারের হয়ে হলুদ পদকও জিতেছিলেন শ্রেয়সী।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিং এবং বাঙ্কার প্রাক্তন সাংসদ পুতুল কুমারীর কন্যা হলেন জমুই-র বিধায়ক শ্রেয়সী সিং। গত বিধানসভা নির্বাচনে প্রায় ৪১ হাজার ভোটে আরজেডি-র বিজয় প্রকাশকে পরাজিত করেছিলেন শ্রেয়সী সিং। খেলাধূলার পাশাপাশি নিজের রাজনৈতিক দায়িত্বও বেশ ভালোভাবে পালন করছেন শ্রেয়সী সিং।

বিধায়কের এই সাফল্যে জামুই ও আশেপাশের এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে, অভিনন্দন জানিয়ছেন রাজ্যের নেতারাও। বিধায়কের এই সাফল্যে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ ট্যুইট করে জানিয়েছেন, ‘৬৪ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ডাবল ট্র্যাপ ইভেন্টে সোনা জয়ী হয়ে বিহারের সম্মান বাড়িয়েছেন বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং। তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই’।

বিহারের জলসম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা ট্যুইট করে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘৬৪ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী শ্রেয়সী সিং-কে অনেক অভিনন্দন। তাঁর এই কৃতিত্বের বিহার খুবই গর্বিত। আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল’।

আবার জেডিইউ নেতা এবং রাজ্য সরকারের মন্ত্রী অশোক চৌধুরী ট্যুইটে লেখেন, ‘জাতীয় স্তরের শ্যুটার এবং জামুই বিধায়ক শ্রেয়সী সিং ৬৪ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় করে বিহারকে গর্বিত করেছেন। এই সাফল্যের জন্য শ্রেয়সীকে আন্তরিক ভাবে  অভিনন্দন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর