বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফরের আগে বিজেপি (BJP) কে ঘিরে চর্চার কেন্দ্রে উঠে এসেছে একটি কার্ড। ‘প্রিয় দুর্গাপুরবাসী’, এই বার্তা দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র। তাতেই লেখা, “ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী”। ‘জয় শ্রীরাম’ নেই, এই নজরকাড়া পরিবর্তন ঘিরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। স্ট্র্যাটেজি কি এবার বদলাচ্ছে গেরুয়া শিবির?
বাংলায় বিজেপির (BJP) নতুন স্ট্র্যাটেজি
২০২১-এ ‘জয় শ্রীরাম’ (Jai Shri Ram) স্লোগান ছিল বিজেপির (BJP) প্রধান রাজনৈতিক অস্ত্র। কিন্তু বাংলার মাটিতে সেই ধ্বনি তেমন সাড়া ফেলতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই কি এবার পরিবর্তন? হিন্দুদের ভোট পেতে এখন আর শুধুমাত্র রাম নয়, বাংলার প্রিয় দেবী মা দুর্গা ও মা কালীকে প্রচারের জন্য ব্যবহার করছে বিজেপি। দুর্গাপুরে মোদীর (Narendra Modi) সভার কার্ডে তার ইঙ্গিত স্পষ্ট । বাংলায় এই স্ট্র্যাটেজি কে কেন্দ্র করে ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এই প্রসঙ্গে বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা বলেছেন, “বাংলার মাটি কালীমায়ের, দুর্গার আশীর্বাদ নিয়েই আমরা চলি। রাম আমাদের পথপ্রদর্শক, আর মা দুর্গা-মা কালী আমাদের রক্ষাকর্ত্রী। যখন আমরা জয় শ্রীরাম বলি, ওদের হৃদয়ে কাঁপুনি ধরে।” তা হলে কি জনতার কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে রাম নাম আড়ালে রেখে কালী-দুর্গার মাধ্যমে ‘বাংলার রুটে’ পৌঁছনোর চেষ্টা করছে বিজেপি? একইসঙ্গে প্রশ্ন উঠছে, এই কৌশল কি ধর্মীয় ভাবাবেগ উসকে দেওয়ার নতুন মোড়ক? নাকি এটা কেবল বাংলার সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে মিশে যেতে চাওয়ার এক প্রয়াস?
আরও পড়ুনঃ ‘বীরভূম হবে বেঙ্গালুরু’, বাংলায় পা রাখার আগেই বিহার থেকে বাজিমাত মোদীর
রাজনৈতিক লড়াইয়ে ‘ধর্ম’ নতুন কিছু নয়। কিন্তু এবার সেই ধর্মের মোড়ক পাল্টে বিজেপি (BJP) কি বাংলার সংস্কৃতিকে আঁকড়ে ধরছে? নাকি এ শুধু ভোটের আগে ইমেজ বদলের প্রয়াস? তবে বাংলা দখলে মরিয়া বিজেপি’র বাংলায় ভোট কৌশলে পরিবর্তনের আভাস স্পষ্ট।