করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিজেপির সাংসদ! শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের বিজেপি সাংসদ অভয় ভরদ্বাজ (Abhay Bhardwaj) মঙ্গলবার চেন্নাইয়ের একটি হাসপাতালে করোনার চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন পাটেল এই কথা জানান। ৬৬ বছর বয়সী ভরদ্বাজ বিখ্যাত আইনজীবীও ছিলেন আর এই বছরই জুন মাসে রাজ্যসভায় সংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।

সাংসদের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শোক জাহির করেছেন। উনি ট্যুইট করে লিখেছেন, ‘গুজরাট থেকে রাজ্যসভা থেকে সাংসদ অভয় ভরদ্বাজ জি একজন প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন আর তিনি সমাজ সেবক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। খুব দুঃখের কথা যে, আমরা দেশের উন্নয়নের বিষয়ে ভাবনা চিন্তা করা বিচক্ষণ একজন ব্যক্তিত্বকে হারিয়ে দিলাম। ওনার পরিবার আর বন্ধুদের প্রতি আমি সমবেদনা জানাই। ওম শান্তি।”

X