বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের বিজেপি সাংসদ অভয় ভরদ্বাজ (Abhay Bhardwaj) মঙ্গলবার চেন্নাইয়ের একটি হাসপাতালে করোনার চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন পাটেল এই কথা জানান। ৬৬ বছর বয়সী ভরদ্বাজ বিখ্যাত আইনজীবীও ছিলেন আর এই বছরই জুন মাসে রাজ্যসভায় সংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।
Rajya Sabha MP from Gujarat, Shri Abhay Bharadwaj Ji was a distinguished lawyer and remained at the forefront of serving society. It is sad we have lost a bright and insightful mind, passionate about national development. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 1, 2020
সাংসদের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শোক জাহির করেছেন। উনি ট্যুইট করে লিখেছেন, ‘গুজরাট থেকে রাজ্যসভা থেকে সাংসদ অভয় ভরদ্বাজ জি একজন প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন আর তিনি সমাজ সেবক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। খুব দুঃখের কথা যে, আমরা দেশের উন্নয়নের বিষয়ে ভাবনা চিন্তা করা বিচক্ষণ একজন ব্যক্তিত্বকে হারিয়ে দিলাম। ওনার পরিবার আর বন্ধুদের প্রতি আমি সমবেদনা জানাই। ওম শান্তি।”