জঞ্জাল! ‘দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার…,’ কার উপর চটলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগেই হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশে আমন্ত্রণপত্র ঘিরে  রেষারেষির ছবি স্পষ্ট হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) এবং প্রাক্তন বিজেপি নেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডলের (Tapasi Mondal) মধ্যে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী মন্ডল (Tapasi Mondal)। আর তারপরই তাঁর দলবদল নিয়ে তাঁকে একের পর কড়া বাক্যবাণে বিঁধলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

তাপসীকে নিয়ে মুখ খুললেন অভিজিৎ (Abhijit Gangopadhyay)

তাপসী মণ্ডলের দলবদল প্রসঙ্গে এদিন বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়ে তাপসীকে ‘জঞ্জালের’ সঙ্গে তুলনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সংবাদমাধ্যমে  এপ্রসঙ্গে তিনি বলেছেন,’একটা জঞ্জাল-জঞ্জালের ভ্যাটে পড়ল। ওর সঙ্গে একটা তর্কাতর্কি হয়েছিল। আমার চেম্বার থেকে আমি বের করে দিয়েছি। দুর্নীতিগ্রস্ত মানুষের কোনও লেকচার শুনতে আমি রাজি নই।’

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই তাপসীকে একহাত নিলেন রাজ্যের  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি তৃণমূল যদি আসন্ন বিধানসভা নির্বাচনে এই দলবদলুদের প্রার্থী করে তাহলে তাদের দশা নাকি লোকসভা নির্বাচনের মতোই হবে।

আরও পড়ুন: সদ্য বেড়েছে বেতন! রাজ্যের চিকিৎসকদের বিরুদ্ধে এবার কড়া ‘অ্যাকশনে’ স্বাস্থ্য দফতর

শুভেন্দুর কথায়, ‘যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, সেই কারণে বিজেপির জাতীয় নেতারা একটি সার্কুলার জারি করেছিলেন। ওই সার্কুলারে বলা হয়েছে, কোনও বিজেপি বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না। এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তাঁর দেওয়ালে থাকা পদ্মফুল মুছে দিয়েছিলেন।’

Abhijit Gangopadhyay

বিরোধী নেতার দাবি এটা তাঁদের কাছে নতুন নয়। তাপসীর দলবদলের পরেই বিস্ফোরক মন্তব্য করে তিনি এদিন আরও বললেন, ‘জেলা সভাপতির পদ থাকবে না সেই কারণে সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন উনি। মুকুটমণি, বিশ্বজিৎ দাসদের মতো দলবদলুদের লোকসভায় হারিয়েছিলাম। তেমনই ওকে যদি প্রার্থী করে হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর